সদর প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার বেতাগাঁও গ্রামে কালিচরন মহাজন বাড়ি সংলগ্ন বালিগাঁও ইউনিয়নের কেন্দ্রীয় মন্দির ” শ্রী শ্রী হরি ঠাকুর সেবা আশ্রম” এর অবকাঠামো উন্নয়নে এনজিও ফেয়ার ১৩ হাজার টাকা অনুদান প্রদান করেছে।
শুক্রবার (২১ জুন) বিকেলে মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের অর্থ তুলে দেন এনজিও ফেয়ার সংস্থার প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান কাজী সালাহ উদ্দিন (নোমান),সাবেক নির্বাহী পরিচালক ও পরিচালনা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাংবাদিক নাজমুল হক শামীম।
অনুদান প্রদানকালে ফেয়ার সংস্থার প্রতিষ্ঠাতা কাজী সালাহ উদ্দিন (নোমান) মন্দির কমিটির নেতৃবৃন্দকে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালে বাংলাদেশকে ” যে ধর্মনিরপেক্ষ সংবিধান ” উপহার দিয়ে গেছেন তা-অনুসরণ করে সরকারের পাশাপাশি ফেয়ার সংস্থা দেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকছে। বিভিন্ন ধর্মের অনুসারীরা তাদের ধর্ম-কর্ম সুন্দরভাবে পালন করতে স্বাচ্ছন্দ বোধ করতে পারে,তাই ফেয়ার সংস্থা এরকম প্রকল্প হাতে নিয়েছে।
ফেয়ার সংস্থা আনুপাতিক হারে মুসলমান ধর্ম ও সনাতন ধর্মের প্রতিষ্ঠান ” মসজিদ,মাদ্রাসা ও মন্দির ” ভিত্তিক ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ” শ্রী-শ্রী হরি ঠাকুর সেবা আশ্রম ” মন্দিরের উন্নয়নে জন্য ১৩ হাজার টাকা অনুদান প্রদান করেছে। বিগত ৫/৬ বছর পূর্বে আপনাদের মন্দিরে ফেয়ার সংস্থার পক্ষ থেকে অনুদান হিসেবে একটি ফ্যান দেওয়া হয়েছিল।
তিনি আরো বলেন,ফেয়ার সংস্থা ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে আসছে । বাংলাদেশের যে সব জেলা বা উপজেলায় ফেয়ার সংস্থার কর্ম এলাকা হিসেবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে ওইসকল এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে কাজ করে আসছে ফেয়ার সংস্থা।
ফেয়ার সংস্থার সাবেক নির্বাহী পরিচালক ও পরিচালনা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাংবাদিক নাজমুল হক শামীম বলেন,আমাদের সংস্থার আর্থিক তহবিল যাতে আরো মজবুত হয়,সনাতন ধর্মের রীতি অনুযায়ী মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন,ভবিষ্যতে আরো অনুদান পেতে ফেয়ার সংস্থা যাতে এগিয়ে আসতে পারে।
মন্দির কমিটির পক্ষে বক্তব্য রাখেন শ্রী- শ্রী হরি ঠাকুর সেবা আশ্রমের সাধারণ সম্পাদক ডা: স্বপন শর্মা। তিনি তার বক্তব্যে বলেন,সরকার ও বিভিন্ন বেসরকারী সংস্থা এবং দানশীল ব্যাক্তিরা এগিয়ে আসলে আমাদের এই মন্দিরটি বালিগাঁও ইউনিয়নের মধ্যে কেন্দ্রীয় মন্দির হিসেবে শ্রেষ্ট মন্দির এর খাতায় আত্নপ্রকাশ করবে।
মন্দির প্রাঙ্গনে অনুদার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রতিভা সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক মো.শহিদুল ইসলাম,মন্দির কমিটির সিনিয়র সহ সভাপতি জোতিন্দ্র কুমার শীল,সহ সভাপতি ডা.সুবল,সহ সভাপতি মাষ্টার অর্জুন বিকাশ শর্মা,সহ সাধারণ সম্পাদক মাষ্টার সন্তোষ কুমার শর্মা,সিনিয়র সদস্য অনিল চন্দ্র শীল ও হিমাংশু বিকাশ রায় প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”