বিশেষ প্রতিনিধি :
ফেনী সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুন) ফেনী সদর উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। সভা শেষে উপজেলা পরিষদের চত্বরে বৃক্ষের চারা রোপণ করেন ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
প্রথম সভায় সদর উপজেলা পরিষদের নব-নর্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ,সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস এস আর মাসুদ রানা, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ বিকম, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপন ও পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন।
নব নির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, আগামী পাঁচ বছর সকল সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে উপজেলার উন্নয়নে কাজ করতে চাই।
প্রধান অতিথি সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, আজ থেকে শুরু করে আগামী ৫ বছরের জন্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করে সরকারী প্রতিটি দপ্তরের কর্মকর্তা বৃন্দ জনপ্রতিনিধিদের সহযোগিতা করতে হবে তা হলে সরকারের ভিশন বাস্তবায়ন হবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় চেয়ারম্যান তথা জনপ্রতিনিধি ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেউ সালিশ করতে পারবে না। তিনি বলেন,
ইউনিয়ন পর্যায়ে সকল চেয়ারম্যানরা তার ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহে অন্তত এক বার ভিজিট করে খোঁজ খবর নিতে হবে এবং নিয়মিত তদারকি করতে হবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য ও সেবার মান বাড়ানোর জন্য কাজ করছে এ জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রতিটি ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য কেন্দ্রের খবর নিতে হবে। এছাড়া প্রতিটি বাড়ীতে নতুন ঘর নির্মানের সময় সঠিক প্ল্যান করে ভবন নির্মাণ করতে প্ল্যান পাশ করতে হবে। মাদক নিয়ন্ত্রণে ও কৃষি জমির উর্বর মাটি কাটা বন্ধে সকল জনপ্রতিনিধিদেরকে কঠোর ভূমিকা পালন করতে হবে। সরকার যেহেতু মাটি কাটা বন্ধ ঘোষণা করেছে, সেহেতু এই ক্ষেত্রে কোনো আপোষ নেই। মাদক ও মাটি কাটা বন্ধে জিরো টলারেন্স নীতিতে থাকতে হবে।
সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভার শুরুতে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ, শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও গাছের চারা বিতরণ করেন নিজাম উদ্দিন হাজারী এমপিসহ উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর রতন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আইনুল কবীর শামীম, সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন