শহর প্রতিনিধি:
সাধারন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গিকার নিয়ে ফেনী ইউনাইটেড মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের সূচনা সেন্টার পয়েন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফেনী জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম ভূঁঞা কাওছার।
ফেনী ইউনাইটেড মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মার্কেটিং ম্যানেজার নুর হোসেন খোন্দকার সুমনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসেপ্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল জাহিদ। স্বাগত বক্তব্য রাখেন ফেনী ইউনাইটেড মেডিকেল সেন্টারের পরিচালক মো. ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমরা চাই এই জনপদের প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে। আমি আশা করি ইউনাইটেড মেডিকেল সেন্টার ব্যবসায়িক মনোভাব না নিয়ে মানবিক দিক বিবেচনা করে এই জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। এসময় পৌর মেয়র আরো বলেন, যেকোন মানুষ উদ্দেশ্য ঠিক করে কাজ করলে সফলতার মুখ দেখতে পায়। যা আমি পৌরবাসীকে সাথে নিয়ে করতে পেরেছি। আপনারা শুনে খুশি হবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের মধ্যে তিনটি শহরকে স্মার্ট শহর হিসেবে ঘোষণা দিয়েছেন যার মধ্যে আমাদের ফেনী শহর অন্তর্ভুক্ত হয়েছে। আগামী দিনে আমি আশা করি ইউনাইটেড মেডিকেল সেন্টার তাদের উদ্দেশ্য ঠিক করে এই জনপদের অসহায় অসুস্থ জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী ইউনাইটেড মেডিকেল সেন্টার পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহাফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম ফাহাদ, পরিচালক আবদুল লতিফ সোহেল, আলমগীর হোসেন, এম নুর এ আশরাফ রায়হান, মাজহারুল মজুমদার ফারুক,
জাকির হোসেন বাবলু, মাইন উদ্দিন আদনান, আবুল কাসেম, আলী হায়দার সুমন ও মো. নুর কালামসহ অন্যান্য শেয়ার হোল্ডারগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন