বিশেষ প্রতিনিধি>>
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ফেনীতে পুলিশের দায়ের দায়েরকৃত নাশকতার দুই মামলায় বুধবার (৩১ জুলাই) পর্যন্ত ১০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ বুধবার পুলিশ ৩জনকে গ্রেপ্তার করেছে।
ফেনী মডেল থানা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই (বৃহস্পতিবার) শহরের ট্রাংক রোডে কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আল আমিন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ ও আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। পরবর্তী ২১ জুলাই (রোববার) আবারও সংঘর্ষের ঘটনায় উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ ও আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।
এদের মধ্যে রয়েছেন জামায়াত-বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যেও রয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের নাম। যদিও শুরু থেকে এর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করে আসছে বিএনপির নেতারা।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, মামলায় উল্লিখিত ঘটনার সময় ফেনীতে অনুপস্থিত ও অসুস্থ হয়ে শয্যাশায়ী অনেক নেতাকর্মীকে পুলিশ এই দুটি নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে। এছাড়া ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলটির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তুলে এনে শারীরিক নির্যাতনের পর গ্রেপ্তার দেখাচ্ছে। সরকার সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপি নেতাকর্মীদের গণ-গ্রেপ্তার করছে। গ্রামে গ্রামে পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ- যুবলীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করছে।
জেলা বিএনপির দলীয় সূত্রের দাবি, গত ৯ দিনে দলটির গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন ফেনী জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, সোনাগাজী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন আরিফ, সদস্য ইমন, বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ, ছাগলনাইয়া উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন, আবুল কাশেম সোহাগ, ফুলগাজী উপজেলা ছাত্রদল নেতা মো. ইউসুফ, সোনাগাজী মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা মীর মো. আরমান, দাগনভূঞা উপজেলা যুবদল নেতা দ্বীন মোহাম্মদ দিলু, রাজাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. সজিব, লনাইয়া উপজেলা বিএনপি নেতা শেখ মো. শাহাদাতুল্লাহ, যুবদল নেতা আবদুল্লাহ আল মঞ্জু, মো. ইব্রাহিম, ফেনী সদর উপজেলার সাবেক যুবনেতা জুলফিকার আলী ভুট্টো, ছাগলনাইয়া পৌরসভার যুবনেতা আবদুল কাদের, সাইফুল হক সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, দাগনভূঞা রামনগর ইউনিয়ন ছাত্রদল নেতা শাফায়েত হোসেন নাদিম, ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহাম্মেদ রতন, সোনাগাজী নবাবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মিনহাজুর রহমান ভূঁইয়া শাকিল, ছাগলনাইয়া মহামায়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মোমিন, ছাত্রদল নেতা আমির হোসেন ছোটন, মাতুভূঞা ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন আলু, রাজাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. আরিফুর রহমান, জেলা যুবদলের সদস্য নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন যুবদল নেতা আবু তাহের কালু, সিন্দুরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মুন্না, জায়লষ্কর ইউনিয়ন যুবনেতা নিজাম উদ্দিন, দাগনভূঞা পৌর বিএনপি নেতা নাজমুল হক শাহীন।
এছাড়াও ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল নাহিদ, ফরহাদনগর ইউনিয়ন ছাত্রদল নেতা আবুল খায়ের, ফুলগাজী উপজেলা যুবদল সদস্য আকবর হোসেন, ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা আবুল কালাম, ছাগলনাইয়া পৌর ছাত্রদল নেতা মো.শাহাদাত উল্লাহ, ছাগলনাইয়া পৌর বিএনপি নেতা জামাল উদ্দিন, লেমুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, ফেনী সদর উপজেলা মৎস্যজীবী দলের মো. ইউসুফ, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোকছেদুর রহমান, ধর্মপুর ইউনিয়ন যুবদল নেতা এমরান হোসেন, সদর উপজেলা যুবদল নেতা কাজী হেলাল উদ্দিন জাহিদ, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, কাজীরবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মতিগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা শিপন এবং ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান অনিক।
তবে,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্যাহ খোন্দকার বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ বা মামলা রয়েছে পুলিশ তাদেরই গ্রেপ্তার করছে। এতে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নৈরাজ্য প্রতিরোধে আওয়ামী লীগ মাঠে রয়েছে। কিন্তু আমাদের জড়িয়ে বিএনপির এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেছেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। নিরপরাধ কাউকে পুলিশ গ্রেপ্তার বা হয়রানি করছে না। তিনি আরও বলেন, নাশকতার দুই মামলায় মঙ্গলবার পর্যন্ত ১০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”