বিশেষ প্রতিনিধি>>
দুই দিনের টানা বৃষ্টিতে ফেনী পৌর শহরের বেশিরভাগ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ফলে এসব সড়কে বসবাসকারী বাসিন্দা ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছে।
শহর ঘুরে দেখা গেছে, গত দুইদিন মূষলধারে টানা বৃষ্টি হওয়ায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, মিজান রোড, একাডেমি রোড, শাহীন একাডেমি, রামপুর, তাকিয়া রোড, আবু বক্কর সড়ক, শাহীন একাডেমি রোড, ফেনী বড় বাজারে বিভিন্ন গলি, বারাহীপুর এলাকায় বিভিন্ন সড়ক, মহিপাল চৌধুরী বাড়ী সড়ক, পাঠান বাড়ী রোড সহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। এসকল সড়কে চলাচলরত অনেক সিএনজি অটোরিকশার সাইলেন্সারে পানি প্রবেশ করে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এসব এলাকার পথচারী ও বাসিন্দারা রিক্সায় অতিকষ্টে এদিক-ওদিক যাতায়াত করতে হচ্ছে।
সিএনজি অটোরিক্সা চালক আব্দুর রহমান বলেন, রাস্তায় যাত্রী পারাপার করতে গিয়ে সিএনজিতে পানি প্রবেশ করে গাড়িটি বন্ধ হয়ে যায়। ধাক্কাতে ধাক্কাতে অনেক কষ্টে গাড়িটিকে গ্যারেজে নিতে হয়েছে। এভাবে অনেক চালক সমস্যায় পড়েছে।
এদিকে অতিবৃষ্টিতেও ফেনী পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা পানি নিষ্কাশনে বাধা অপসারণের কাজ অব্যাহত রেখেছে।
জানতে চাইলে ফেনী পৌরসভার কনজার্ভেটিভ অফিসার সরোয়ার আলম বলেন, শুধুমাত্র ৩০ জন পরিচ্ছন্নকর্মী শহরের বিভিন্ন খাল পরিস্কারের কাজ করছে। ৩০ জন শহরের বিভিন্ন ড্রেন পরিস্কারে কাজ করছে। পানি নেমে যাওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, টানা বৃষ্টি হলে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক সহ গুরুত্বপূর্ণ সড়ক পানির নিছে তলিয়ে যায়। এছাড়াও মরিচ পট্টি, মুডি পট্রি, সওদাগর পট্টি, খাজা আহমেদ সড়ক পানিতে তলিয়ে যায়। এতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বসে থাকে পানি নেমে গেলে দোকান খুলে। বর্ষা এলে মাঝে মাঝে এ দুর্ভোগ লেগে থাকে।
ফেনীর একটি বেসরকারি হাসপাতালের চেয়ারম্যান প্রনব কুমার শীল জানান, প্রতি বছর বৃষ্টিতে ফায়ার সার্ভিস স্টেশন থেকে স্টার লাইন কাউন্টার পর্যন্ত সড়কটি পানিতে তলিয়ে যায়। এ স্থানটিতে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে। এসকল হাসপাতালে রোগী আনা-নেয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হয়।
এ বিষয়ে জানতে ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, পৌরসভার সকল কাউন্সিলরের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা কর্মীরা নিরলস কাজ করা যাচ্ছে। পৌরসভার নাগরিকরা পলিথিন থেকে শুরু করে সব ময়লা ড্রেনে ফেলার কারণে পানি প্রবাহে বাধাঁ সৃষ্টি হচ্ছে। এছাড়া দুইদিন টানা বৃষ্টি হওয়ায় পানি নামতে সময় লাগছে। বৃষ্টি কমলে দু’ঘন্টায় সকল পানি নেমে যাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”