স্টাফ রিপোর্টার :
ফেনী জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজের বাবা জেলা শ্রমিক দলের নেতা আবদুল্লাহ আল বাকীর জানাজায় বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লীদের ঢল নামে। তিনি গতকাল শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। একইদিন বাদ মাগরিব মহিপাল রহমানীয়া জামে মসজিদে জানাজা শেষে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
জানাজা পূর্ব বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, রহমানিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, মরহুমের বড় ভাই চাড়িপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুল হাই ও মরহুমের বড় ছেলে হাসান মাহমুদ সবুজ।
জানাজায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন মিস্টার, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির,ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর ওমর ফারুক ভূঁঞা বেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জোবায়ের হোসেন, দাগনভূঁঞা উপজেলা আহবায়ক আবদুল্লাহ আল মামুন, ফেনী পৌর আহবায়ক মুজিবুর রহমান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল গনি পলাশ, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা ও দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকসহ বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মুসল্লীরা অংশ নেন।
জানাজা নামাজে ইমামতি করেন মহিপাল দরবার শরীফের পীর সাহেব।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”