স্টাফ রিপোর্টার:
ভারতের উজান থেকে নেমে আসা পানির ঢল, ভারী বর্ষণ আর উপচেপড়া নদীর পানিতে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় প্লাবিত হয়ে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউপির বাসিন্দারা যখন বিপর্যস্ত হয়েছে। তখনি পরিস্থিতি মোকাবেলায় আটকে পড়া বন্যাকবলিতদের উদ্ধারে স্পীড বোর্ড ও ত্রাণ নিয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়ান সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী ফরিদুল ইসলাম রাহাত।
তিনি জানান, স্মরণকালের ভয়াবহ বন্যায় সড়ক ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া স্বত্ত্বেও এই সংকটের সময় বন্যাকবলিত ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন এলাকাগুলোতে দুর্গতদের উদ্ধার ও সহায়তায় রাত্রেই স্পীড বোট নিয়ে হাজির হয়েছি। প্রদান করেছি জরুরী মানবিক সহায়তা। যেখানে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, খাদ্য সংকট ও চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছে, ওই অবস্থায় শিশু, নারী ও বয়স্কদের উদ্ধার করে শহরের সোনালী ব্যাংকের সামনে এনে শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়।
বন্যাকবলিত ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের ঘর, যেখানে আমরা আশ্রয় নিয়েছি, তা বন্যার পানিতে ডুবে গেছে। আমাদের খাদ্য, বিশুদ্ধ পানি ও সাহায্য চাওয়ার মত কোন জায়গা ছিল না। এ অবস্থায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসেন যুবদল নেতা ফরিদুল ইসলাম রাহাত। তিনি আমাদের বাড়ির নারী-শিশুসহ প্রায় ৩০জনকে উদ্ধার করে ফেনী শহরের আশ্রয় কেন্দ্রে নিয়ে যান।
জানা গেছে, আকষ্মিক বন্যার রাতেই ভারতের সীমান্তবর্তী ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন ক্ষতিগ্রস্থ হয়। তখন স্পীড বোট নিয়ে ওই ইউনিয়নের পিঠাপাশারী, বরইয়া, মজলিশপুর, ধর্মপুরসহ বিভিন্ন এলাকার দুর্গত প্রায় ১২শ লোককে উদ্ধার করে আশপাশের আশ্রয় কেন্দ্রে নিয়ে যান যুবদল নেতা রাহাতের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা। এরপর মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন বাজার মসজিদ ও মক্তব, জামেয়া তুর নুর রহমানিয়া মাদ্রাসা, বড় বাড়ি, আকবর সাহেবের বিল্ডিং, ধর্মপুর আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়, মঠবাড়ীয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আবদুল খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশ্রয়নপ্রকল্প, মঠবাড়ীয়া স্কুল, জেরকাছাড় হাসপাতাল, ধর্মপুর ইসলামিয়া মাদ্রাসাসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ৩ হাজার লোক আশ্রয় গ্রহণ করে। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের পাক করে খাদ্য সরবরাহ করে। এরপর প্রাথমিকভাবে শুকনা খাবার হিসেবে চিড়া, মুড়ি, ওরস্যালাইন এবং কয়েল, দিয়াশলাই ও মোমবাতি বিতরণ করা হয়। পরবর্তীতে চাউল, ডাল, আলু, তৈল, লবণ, পেয়াজসহ ১২শ অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ফরিদুল ইসলাম রাহাত। এছাড়াও বন্যার পানি নেমে যাওয়ার পর মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা প্রদান করেন এবং বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে ঢেউটিন, কাপড়-চোপড় ও আসবাবপত্র বিতরণ করছেন।
মানবিক সহায়তাকারী ফরিদুল ইসলাম রাহাত জানান, ফেনীর কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকারের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতেও ধর্মপুর ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”