স্টাফ রিপোর্টার:
ফেনীতে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেনী শহরের একটি রেষ্টুরেন্টে শুক্রবার দিনব্যাপী সমাবেশে উপস্থিত সকলে স্বেচ্ছাসেবী পরিবার সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি খুরশিদ রহমান সূর্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার সংগঠক ও সাংবাদিক নাজমুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁঞা।
ইউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সেক্রেটারি মো. আবদুস সালাম ফরায়জী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ‘ইচ্ছে ব্লাড ডোনেট এসোসিয়েশন’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবদুল হান্নান, ‘ফুড এন্ড ব্লাড ব্যাংকিং’র এসবি প্রিয়, ‘নবজীবন রক্তদান ফোরাম ফেনী’র দাউদ, ‘ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব’র জিয়া উদ্দিন বাবলু, ‘ইউনিটি ব্লাড সেন্টার বাংলাদেশ’র সভাপতি সাখাওয়াত হোসেন রনি, রাজিব শীল, মো. মিরাজ, ফাহাদ হোসেন সুমন, রানা, কামাল হোসেন, আবু বক্কর সিদ্দিক, ইসতিয়াক মাহমুদ, শাহাদাত হোসেন, মোঃ শাকিল, সাইমুন, মো. ইফতি, নুরুল আফসার, শাহাদাৎ হোসেন, মেজবাহ উদ্দিন, আরমান আলম, সাহাব উদ্দিন, মোশাররফ হোসেন, সামী, মো. শাহজাহান, আবু সাঈদ, জেবল হক পোদ্দার, আল আমিন নুর, মারুফ সফিক, রিয়াদ মাহমুদ, মোঃ রফিকুল ইসলাম, ওমর ফারুক, আশিক,মহি উদ্দিন ফারুক, মো. শহিদুল ইসলাম, মো. রাহাতসহ অন্যান্য স্বেচ্ছাসেবী বৃন্দ।
প্রধান অতিথি নাজমুল হক শামীম তার বক্তব্যে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বিপর্যয়কারী বন্যায় স্বেচ্ছাসেবকদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “ফেনী সম্প্রীতির জনপদ। এখানকার স্বেচ্ছাসেবীরা সকল ধরনের মান-অভিমান, হিংসা-বিদ্বেষ ভুলে একযোগে মানবতার কাজে নিবেদিত হয়ে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমার বিশ্বাস স্বেচ্ছাসেবীদের এই ঐক্য ও সম্প্রীতি ফেনীবাসীর জন্য গুরুত্বপূর্ণ ইতিবাচক সুফল বয়ে আনবে।”
বিশেষ অতিথি শাহজালাল ভূঁঞা তাঁর বক্তব্যে বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এই মানবিক সম্প্রীতিই প্রমাণ করে তারা কতটা সুংগঠিত ও নিবেদিতভাবে অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। অধিকাংশ-ই রক্ত দানকারী সংগঠন। রক্তের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমার বিশ্বাস আজকের এই সম্প্রীতি সমাবেশ মানবিক মানুষের সমাবেশ। আপনারাই বাংলাদেশের সম্পদ। স্বেচ্ছাসেবীরাই বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ জাতিকে উপহার দিবে।”
সভাপতি তার বক্তব্যে সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে “স্বেচ্ছাসেবী পরিবার” প্লাটফর্ম সুসংগঠিত করার, সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে অর্ধশতাধিক সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”