স্টাফ রিপোর্টার:
ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে বন্যার্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলার ৫ টি স্থানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো আয়োজন করা হয়। ৪ সেপ্টেম্বর ফেনী সদরের ১০ নং ছনুয়া ইউনিয়নে ৩২৪ জন রোগী, ৮ সেপ্টেম্বর সোনাগাজী উপজেলার ৪নং মতিগঞ্জ ইউনিয়নে ৭২১ জন রোগী, ১০ সেপ্টেম্বর পরশুরাম উপজেলার পরশুরাম পাইলট হাই স্কুল প্রাঙ্গণে ৪৮৬ জন রোগী, ১২ সেপ্টেম্বর ফেনী শহরের পেট্রো বাংলা জামে মসজিদের সামনে ৮২১ জন রোগী এবং ১৪ সেপ্টেম্বর ছাগলনাইয়া জঙ্গলমিয়া বাজার এলাকায় ৩৬২ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও অভিজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র, ফেনী মুহুরী লিও ক্লাবের চার্টার অ্যাডভাইজর ও লায়ন্স জেলার ভিশন এন্ড রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলালের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় ক্যাম্পসমূহ আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পসমূহ বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা করেন লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন ও ফেনী মুহুরী লিও ক্লাবের অ্যাডভাইজর লায়ন এম. মহিউদ্দিন মাহী, লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরীর প্রেসিডেন্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন ওমর ফারুক মজুমদার এবং ফেনী মুহুরী লিও ক্লাবের পাস্ট প্রেসিডেন্টবৃন্দ।
সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ফারহান ফুয়াদ (এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ) এবং ডা. আইয়ুব আলী (এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ)। উক্ত মেডিকেল ক্যাম্পসমূহে বিনামূল্যে ডায়াবেটিস ও ব্লাড প্রেশার নির্ণয়, অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য সেবা ও প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এতে ফেনী জেলার প্রায় ৩০০০ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”