বিশেষ প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় বিএনপির সমাবেশ থেকে শাহাদাত হোসেন নামে এক ওমান প্রবাসীকে হামলা ও তার পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওমান প্রবাসী, সালালা বিএনপির সাধারণ সম্পাদক ও ওমানস্থ ফেনী জেলার জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবং ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন। মঙ্গলবার সকালে ফেনীর একটি চাইনিজ হোটেল সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি হামলাকারী ও হুমকিদাতাদের বিচার দাবী করেন।
জানা যায, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাধানগর ইউনিয়ন পরিষদে যান। তার আগমনের খবরে সেখানে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী সমবেত হন। এ সময় ছাগলনাইয়ার নিশ্চিন্তা গ্রামের শাহাদাত হোসেন ওই সমাবেশে যান। হঠাৎ একদল যুবক তাকে টেনে-হেঁচড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এরপর তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহাদাত দাবি করেন, বিএনপি সমর্থিত ছাগলনাইয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর বিএ- এর নেতৃত্বে শাহাদাতকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের সঙ্গে ছিলেন কামাল, সাইফুল সাবেক কমিশনার ফারুক, কফিল সরকার, মামুন সরকার এবং স্বেচ্ছাসেবক দলের ইমরানসহ বেশ কয়েকজন। তারা শাহাদাতকে তুলে সরকার বাড়ির সামনে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে দুই পা, হাত ও শরীরের বিভিন্নস্থানে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। একপর্যায়ে শাহাদাতকে রাস্তার পাশে ফেলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
আহত শাহাদাত বলেন, আমি গত ১৫ বছর ধরে ওমান থাকি। বন্যায় বাড়ি-ঘর ডুবে যাওয়ার খবরে কিছুদিন আগে ছেলে বাড়ি আসি ও এলাকাবাসীকে সহযোগিতা করি। এতে এলাকার একটি পক্ষ মনে করে আমি এলাকায় স্থায়ী হয়ে সামনে নির্বাচনে অংশ নেব। তাই তারা গত ২৫ সেপ্টেম্ব ঢাকা থেকে ছাগলনাইয়া আসার কিছুক্ষণের মধ্যে আমার উপর হামলা করে। এ ঘটনায় আমার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তবে হামলাকারী কেই গ্রেপ্তার হয়নি।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবারকে অভিযোগ পেয়েছি। আসামীরা এলাকার বাহিরে থাকায় আটক করা সম্ভব হচেছ না।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”