তনু সরকার:
ফেনীর ফুলগাজী উপজেলায় ৩৩টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর তাই উপজেলার গ্রামে-গঞ্জে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় পূজা দুর্গাপূজা নিয়ে চলছে নানা আয়োজন। প্রতিমাতে রং তুলির কাজ প্রায় শেষ। এখন চলছে মন্ডপগুলোর সাজসজ্জা নিয়ে কর্মযজ্ঞ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রতিবছর আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে মা দুর্গা পৃথিবীতে দুঃখ, দুর্দশা, অশান্তি ও ক্লেশ দূর করতে দেবলোক থেকে মর্ত্যলোকে আসেন। সনাতন শাস্ত্রমতে দেবী দুর্গা শক্তি, সুন্দর ও শান্তির প্রতীক। তাই সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন, সমাজ থেকে অন্যায়-অবিচার, দু:খ-গ্লানি ও জরা-ব্যাধি দূর করার জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্যই এই পূজার আয়োজন। এবারের পূজার পরিস্থিতি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে যদিও অনেকটা আশংকাজনক রয়েছে। তবুও ভক্তরা দুর্গা মায়ের পূজা আনন্দময় করে তুলতে নানা রকম আনন্দমুখর আয়োজনের চেষ্টা করছেন।
এবছর ২ অক্টোবর বুধবার মহালয়া থেকে মা দুর্গার আগমনী বার্তা শুরু হয়। এই দিন থেকে গননা করা হয় মা দুর্গা মর্ত্যলোকে কতদিন থাকবেন। উপজেলার হিন্দুধর্মাবলম্বীরা দেবী দুর্গা মাকে বরণ করতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঘরে ঘরে চলছে আনন্দ উৎসব ও পূজার নানান প্রস্তুতি। উপজেলার বিভিন্ন দুর্গামন্দির ঘুরে দেখা যায়, শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষের দিকে। এবার দুর্গাপূজার সময়নির্ঘন্ট হল- ২১ই আশ্বিন, ৮ই অক্টোবর শুভ পঞ্চমী, ২২ই আশ্বিন, ৯ই অক্টোবর শুভ ষষ্ঠী, ২৩ই আশ্বিন, ১০ই অক্টোবর শুভ সপ্তমী, ২৪ই আশ্বিন, ১১ই অক্টোবর মহা অষ্টমী, ২৫ই আশ্বিন ১২ই অক্টোবর মহা নবমী এবং ২৬ই আশ্বিন, ১১ই অক্টোবর, শুভ বিজয়া। এর মধ্যদিয়েই দশমীপূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।
ফুলগাজী উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্যমতে, এবার উপজেলার ৩৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পূজা উদযাপন কমিটি জানান, এবারের পরিস্থিতি যদিও অনেকটা সংকটাপন্ন তবুও আমাদের ফুলগাজী উপজেলার পরিস্থিতি ভালো রয়েছে। যাতায়াতের সমস্যা থাকার কারণে ৩টি পূজা মন্ডপকে ঝুঁকিপূর্ণ মনে করছি। তাই আমরা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা ইতিমধ্যে পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি।
এদিকে পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মতবিনিময় সভা করেছেন। পূজা উপলক্ষে প্রয়োজনীয় সব ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাদের পক্ষ থেকে।
সদর ইউনিয়নের বাসিন্দা সঞ্চয় কুমার বৈদ্য বলেন, ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দেবী দুর্গার পূজা আরম্ভ হবে। রাজনৈতিক পরিস্থিতির কারণে এবারের পূজার আমেজ কিছুটা কম রয়েছে। তবে মায়ের আগমণকে উৎসবমুখর করে তুলতে চেষ্টা রয়েছে। পুজার কেনাকাটা থেকে শুরু করে নানা প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে। প্রতিবছরের ন্যায় পূজোর প্রতিটি দিনই মায়ের শ্রী চরণে অঞ্জলী দেওয়ার আশা আছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, পূজামন্ডপে সার্বক্ষণিক আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। পূজামন্ডপের সভাপতি-সম্পাদককে নির্দেশ দেয়া হয়েছে যেন পূজা মন্ডপে সিসি ক্যামেরা ব্যবহার করা হয়। পুলিশের বেশ কয়েকটি টহল দল নিয়োজিত থাকবে। তিনি বলেন, হিন্দুধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রাখছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”