ফেনীতে পুষ্টি বিষয়ক সেমিনার
শহর প্রতিনিধি
‘জানবো, মানবো, সুস্থ্য থাকবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে এক পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর)বেস্ট ইন হোটেলের মিলনায়তনে তানিরা’স ডায়েট ফুড আয়োজিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন ডায়েট ও পুষ্টি বিশেষজ্ঞ মো. এরশাদ খান সালমান।
চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এ.এস.এম ওয়ালী উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন তানিয়া’স ডায়েট ফুড’র স্বত্বাধিকারী ও চাঁদপুর উইমেন চেম্বারের ট্রেজারার জাহিন আক্তার। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) এনামুল হক, এনজিও মমতার নির্বাহী পরিচালক মো.শাহরিয়ার, দৈনিক ফেনী সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার মুফতি আবদুল হান্নান, প্লাটিনাম সিকিউরিটিজ লিমিটেডর পরিচালক আইভি আনোয়ার ও চরলক্ষ্মীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইলিয়াছ।
আবৃত্তি একাডেমি ফেনীর সভাপতি সৈয়দ আশরাফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর ফেনী জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.কে.এম আবদুর রহিম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ও ফেনী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এম মামুনুর রশীদ প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডায়েট ও পুষ্টি বিশেষজ্ঞ মো. এরশাদ খান সালমান বলেন, বাংলাদেশের শতকরা ৪১ ভাগ নারী আয়রনের ঘাটতিতে ভুগছেন। আমরা প্রতিদিন সকালে নাস্তার সময় রুটি দিয়ে আলুভাজি খাচ্ছি। এছাড়াও প্রতিদিন আমরা দুপুরে ভাত খেয়ে থাকি। ভাত, রুটির মধ্যে প্রচুর কার্বোহাইড্রেট থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। সুস্থভাবে বাঁচার জন্য এইসব খাবার পরিহার করে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস তৈরিতে তিনি উপস্থিত সকলকে মনোনিবেশ করার জন্য অনুরোধ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”