সদর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ফেনী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, বাংলাদেশকে নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই। শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার দোসররা দেশ আগেই ভালো ছিলো বলে নানা অপপ্রচার চালিয়ে আসছে। তারা ভুলে গেছে ২০০৬ সালে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে শতশত মানুষকে হতাহত করেছে এবং ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের নামে অর্ধ শত দেশপ্রেমিক সেনাকর্মকর্তা হত্যা, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতশত নেতাকর্মীকে নির্বিচারে হত্যা,গুম ও নির্যাতন করেছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে প্রেরণসহ নানাহয়রানি করেছে। তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদ সরকার কায়েম করে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। এছাড়াও ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলনে ১২শ মানুষ হত্যাসহ হাজার হাজার লোককে আহত করেছেন। তাহলে কী দেশ আগে ভালো ছিলো নাকি বর্তমানে ভালো এই রায় বাংলার মানুষ আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। লিয়াকত আলী ভূঁইয়া বলেন, দেশের শান্তি ও উন্নয়নের জন্য এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আল কোরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানান।
গত শুক্রবার ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী বাজারস্থ একটি মার্কেটের সামনে জামায়াতে ইসলামী আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা আলী হোসেন। বক্তব্য রাখেন পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মোহাম্মদ উল্লাহ, বর্তমান সেক্রেটারি আবদুল ওয়াদুদ ও ৬নং ওয়ার্ড সভাপতি জিয়া উদ্দিন। ৮নং ওয়ার্ড সভাপতি মো: ইউছুফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”