বিশেষ প্রতিনিধি
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপোলে পশ্চিম সিলোনিয়া গ্রামের এমরান হোসেনের জীবিকার একমাত্র মাধ্যম দোকানঘরটি উচ্ছেদ করে সন্ত্রাসি বাহিনী দিয়ে জবরদখল করে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করেছে আওরঙ্গজেব নামে এক প্রভাবশালী ব্যক্তি। জবরদখলকারী আওরঙ্গজেব সোনাগাজী উপজেলার সফরপুরের মফিজ উদ্দিনের ছেলে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে বিদ্যুৎ মিটারসহ উক্ত দোকানের মালমাল ও অন্যান্য সরঞ্জাম লুট করে উক্ত জায়গায় দেয়াল নির্মাণ করে দখল করে। এ ঘটনায় এমরান হোসেন বাদী হয়ে আওরঙ্গজেব আরু ও ফজলুল করিমসহ ২০-২৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন ।
সরেজমিন পরিদর্শন ও মামলার বিবরণে জানা য়ায়, পশ্চিম সিলোনিয়া মৌজার সিএস ১৯৯ খতিয়ান, এসএ ২৩৪ খতিয়ান, বিএস ৪১২ খতিয়ান, ৩১ ও ৪১২ খতিয়ানের অন্তর্গত সিএস দাগ নং ৪৬৬, বিএস ৩০৭ দাগে ৩.৮০ শতাংশ জায়গায় দোকানঘর নির্মাণ করে ভোগদখলে ছিলেন মহসিন। এক বছর আগে মহসিন মারা যাওয়ার পর তার ওয়ারিশরা ভোগদখলে রয়েছেন। উক্ত জায়গা নিয়ে ফেনী দেওয়ানি আদালতে মামলা চলমান।
এমরান হোসেন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উক্ত ভূমিতে দেওয়ানি আদালতে মামলা নং-১৮১/১৯ চলমান থাকলেও বিরোধীয় জায়গায় কোনো আইন-আদালতের তোয়াক্কা না করে আওরঙ্গজেব ২০-২৫ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে দোকানঘরটি উচ্ছেদ করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেন।
আওরঙ্গজেবের সাথে কথা বললে তিনি জানান, দলিলমূলে ২৫ শতাংশ জায়গার মালিক তিনি। কিন্তু খতিয়ান ও নামজারিতে ২২ শতাংশ জায়গা রয়েছে বলে তিনি স্বীকার করেন। খতিয়ান ও নামজারি ছাড়া কিভাবে দলিল করেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। অন্যদিকে দুই লাখ টাকার মালামাল লুট করার অভিযোগ অস্বীকার করেন তিনি।
এসব অভিযোগের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজিমের সাথে কথা বললে তিনি জানান, সরেজমিন পরিদর্শনে দোকানঘর জবরদখলের প্রমাণ পেয়েছেন। এ ব্যাপারে দেওয়ানি আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন।
আইন নিজের হাতে নিয়ে দোকানঘর উচ্ছেদ করার নিয়ম আছে কিনা- এমন প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জিয়াউল হক জানান, আদালতের উচ্ছেদ আদেশ ছাড়া কিছুতেই নিজ দায়িত্বে কোনো স্থাপনা উচ্ছেদ করা যাবে না। এটা করে থাকলে সেটা আইন অবমাননা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”