দাগনভূঞা প্রতিনিধি,
ফেনী জেলার অন্যতম সেরা কলেজ দাগনভূঞা উপজেলার দরবেশের হাট পাবলিক কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলেও বিগত বছরের ন্যায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত ফলাফলে এই কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষার ৯৯জন অংশ গ্রহণ করে চারজন জিপিএ-৫সহ ৯৯জনই পাশ করেছে।
.
ফলাফল পর্যালোচনায় দেখা যায় দরবেশের হাট পাবলিক কলেজ ভালো ফলাফলের দিক থেকে জেলায় এবারও শীর্ষে রয়েছেন। দরবেশের হাট পাবলিক কলেজ সুত্র জানা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ১৭ জন অংশ গ্রহণ করে একজন জিপিএ-৫ পেয়েছে,ব্যবসা শিক্ষা শাখায় ৩৬ জন অংশ গ্রহণ করে তিনজন জিপিএ-৫ এবং মানবিক বিভাগে ৪৭জন অংশ গ্রহণ করে সবাই পাশ করেছে। তবে এক জন পরীক্ষার্থী ফরমপূরণ করে অসুস্থ থাকার কারণে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে নাই। কলেজের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এম শাহজাহান সাজু বলেন-বিগত বছরগুলোর ধারাবাহিকতায় চলতি বছরও ঈর্ষান্বীয় ফলাফলের ধারা বজায় রেখেছেন। তিনি বলেন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। আগামীতে সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
.দরবেশের হাট পাবলিক কলেজের অধ্যক্ষ জহিরুল হক জনি কলেজের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় বিগত বছরের ন্যায় এবারের ফলাফল ভালো হয়েছে তাই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, এটি অবশ্যই খুশির সংবাদ। এর শতভাগ কৃতিত্ব শিক্ষার্থীদের। পাশাপাশি আমাদের কলেজের শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এটি সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক- শিক্ষিকামণ্ডলীর আন্তরিক সহযোগিতা ও নিবিড় তত্ত্বাবধান মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। উল্লেখ, বিগত বছর ১২২ জন অংশ গ্রহণ করে পাঁচজন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করেছিলো।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন