শেখ আশিকুন্নবী সজীব:
“হাতে দেখলে সাদাছড়ি,এগিয়ে এসে সহায়তা করি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা শাহ কায়সার মাহমুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: বাতেন,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রায়হান মেহেবুব,জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: একরাম উদ্দিন,জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শফিউল হক,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নাসির উদ্দিন আহমেদ, সুইড বাংলাদেশ ফেনী শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সমীর চন্দ্র কর।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শহীদ উল্ল্যাহ।
এতে আরও বক্তব্য রাখেন ওপেক এর নির্বাহী পরিচালক মো: আনোয়ার হোসেন, ইউনিসেফ প্রতিনিধি সাফওয়াতুল হক নিলয়,দৃষ্টি প্রতিবন্ধী ও ক্ষুধা নিবারণ সংস্থা ফেনী জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন সবুজ,প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মহিউদ্দিন আহমেদ মোহন,জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো: জাহিদুল ইসলাম।
আলোচনায় বক্তারা সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার আহবান জানান। নিরাপদে সড়কে ও অন্যান্য স্থানে চলাচলের সুযোগ করে দেওয়ার প্রতীক হিসেবে সাদাছড়ির ব্যবহারের বিষয়ে আলোচনা হয়।
শেষে অতিথিবৃন্দরা প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি, এনজিও এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”