শহর প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা অধিদপ্তর ২০২৩-২৪ সেশনে জেলা পর্যায়ে নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ জয়িতা স্বীকৃতি পাওয়া লুৎফুন নাহার পারভীনকে সংবর্ধনা প্রদান করেছে ফেনী জেলা নাগরিক নারী সমাজ। বুধবার বিকেলে শহরের ট্রাংক রোডস্থ ডাক্তার সাজ্জাদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ফেনীর পুলিশ সুপার জয়িতা শিল্পী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সমাজে প্রতিটি নারীকে সংগ্রাম করে টিকে থাকতে হয়। অনেক চড়াই উৎরাই পেরিয়ে প্রতিকুল পরিবেশকে ডিঙিয়ে তাকে অভিষ্ট লক্ষে পৌঁছাতে হয়। ঠিক তেমনি আজকের সংবর্ধিত নারী লুৎফুন নাহার শ্রেষ্ঠ জয়িতার পদক অর্জন করেছেন। এভাবে প্রতিটি ঘরে ঘরে লুৎফুন নাহারের মতো নারীরা অসীম সাহস ও দৃঢ় মনোবলকে সারথী করে প্রত্যাশা পুরণে এগিয়ে যায়। নিজে স্বপ্ন দেখে এবং অন্যকেও স্বপ্ন দেখায়।
দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফেনীর প্রবীণ সাংবাদিক আবু তাহের, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, মা ও শিশু কল্যাণ হাসপাতালের চিকিৎসক নাসরিন সুলতানা মুক্তা, ছাগলনাইয়া বিট পুলিশিং সভাপতি বদরোদ্দোজা ভূঁইয়া তারেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী গিরিশ-অক্ষয় (জি এ) একাডেমি স্কুলের প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী, কবি ইকবাল চৌধুরী, সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক এনএন জীবন, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি আরএম আরিফুর রহমান, ফেনী সদর উপজেলা মৎস্যজীবি দলের সহ-সভাপতি মাঈনুল কবির, ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা আক্তার বানু রুবি, ধলিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম চৌধুরী, ছাত্র সমন্বয়ক (এনজিও) ফয়জুল্লাহ নোমানী, এনজিও সংস্থা ওপেক এর নির্বাহী পরিচালক আনোয়ারুল আজিজ ও সবুজ বাংলার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার ও দেশ টিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”