বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেনী জেলার দাগনভূঁঞা এবং সোনাগাজী দুই উপজেলা ও পৌর শাখার নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সামাজিক মাধ্যমে পোস্ট করছে একটি পক্ষ। এদিকে নবগঠিত কমিটি নিয়ে নেতাকর্মীদের একটি অংশের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা নবগঠিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে পকেট কমিটি অ্যাখা দিয়ে অবৈধ ও অগঠনতান্ত্রিক উল্লেখ করে নতুন এই আহবায়ক কমিটির বিপক্ষে নানান বক্তব্য দেন। ফলে নতুন এই কমিটি নিয়ে বিএনপির দুইটি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছেন। এতে করে উত্তেজনা বিরাজ করছে। যদিও নতুন ঘোষিত কমিটিকে দলের চট্টগ্রাম বিভাগীয় ও কেন্দ্রীয় নেতাদের সায় আছে বলে দাবি করেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। তবে জেলা বিএনপির আহ্বায়ক হয়েও কমিটির বিষয়টি তার জানা নেই বলে দাবি করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। কমিটির কাগজে তার কোন স্বাক্ষরও নেই।
নবগঠিত আহবায়ক কমিটিতে দাগনভূঁঞা উপজেলায় সাবেক সভাপতি আকবর হোসেনকে আহবায়ক, সাবেক সহ-সভাপতি মাহমুদুল হক মাদুকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও স্থানীয় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল উদ্দিনকে সদস্য সচিব করে বিএনপি নতুন এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া দাগনভূঁঞা পৌর কমিটিতে সাবেক সভাপতি শফিকুর রহমান বাবুলকে আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপনকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির বাবুকে সদস্য সচিব করে পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সোনাগাজী উপজেলা বিএনপির কমিটিতে সাবেক সভাপতি জয়নাল আবদীন বাবলুকে আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ আলম ভূঁঞাকে সদস্য সচিব করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে সোনাগাজী পৌর বিএনপির কমিটিতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবরকে আহবায়ক, সাবেক কাউন্সিলর মুুহাম্মদ ইয়াছিনকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিনকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষনা করা হয়। তবে জেলা বিএনপির সদস্য সচিব স্বাক্ষরিত ঘোষিত চারটি ইউনিটের নতুন আহবায়ক কমিটিকে সম্পূর্ণ অবৈধ ও অগঠনতান্ত্রিক এবং অর্থের বিনিময়ে দেয়া এই কমিটির কোন বৈধতা নেই উল্লেখ করে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীদের একটি অংশ। অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিক দাগনভূঁঞা ও সোনাগাজী উপজেলায় পৃথকভাবে বিক্ষোভ করে প্রতিবাদ জানিয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল এবং দাগনভূঁঞা উপজেলায় ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকসহ দলটির উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নতুন কমিটি ঘোষণা ও বিক্ষোভ প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বিএনপির কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক টিমের নির্দেশে চারটি ইউনিটের নতুন আহবায়ক কমিটি আমি স্বাক্ষর করে ঘোষণা করেছি। তবে বিএনপি একটি বড় দল হিসেবে কমিটি নিয়ে নেতাকর্মীদের কারো কারো রাগ-ক্ষোভ থাকতেই পারে। তাঁর দাবি যারা এখন এর বিরোধিতা করেছে দলের প্রয়োজনে দিনশেষে তারাসহ সবাই ঐক্যবদ্ধ হয়ে দলীয় কাজে এগিয়ে আসবে।
এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবগঠিত সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু ও দাগনভূঁঞা উপজেলার আকবর হোসেন বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিজ জেলা ফেনীর সোনাগাজী ও দাগনভূঁঞাকে বিএনপির দূর্গ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিগত দিনের ন্যায় আগামীতেও সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে চার ইউনিটের নতুন আহবায়ক কমিটি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, জেলা বিএনপির সদস্য সচিবের একক স্বাক্ষরে এমন কোন কমিটি হতে পারে না। তাঁর দাবি উক্ত কমিটিগুলো সম্পূর্ণ অবৈধ ও অগঠনতান্ত্রিকভাবে করা হয়েছে। তবে নেতাকর্মীদেরকে উত্তেজিত না হয়ে শান্ত থাকার আহবান জানান তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”