বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নতুন কমিটি শীঘ্রই ঘোষণা করা হতে পারে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে আন্দোলন-সংগ্রাম কেন্দ্রিক কমিটি ঘোষণার পরিকল্পনা থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এবার আগামী নির্বাচনকে মাথায় রেখে নতুন কমিটি ঘোষণা হতে পারে। ইতোমধ্যে ফেনী জেলাসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শাখা কমিটির সুপার ফাইভ নেতাদের সাথে কেন্দ্রিয় কমিটি ১৭ ডিসেম্বর ও ১৯ ডিসেম্বর পৃথকভাবে নতুন কমিটি গঠন নিয়ে মতামত চেয়ে বৈঠক করেছেন। বৈঠকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ ডিসেম্বরের বৈঠকে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার এবং ১৯ ডিসেম্বরের বৈঠকে ফেনী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন (ভিপি বেলাল), সাংগঠনিক সম্পাদক নঈমুল্লাহ চৌধুরী বরাত ও যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন সুমন ও চট্টগ্রাম বিভাগের ফেনীসহ ১৩টি জেলার সুপার ফাইভ নেতারা উভয় বৈঠকে অংশ নেন।
বৈঠক সূত্র জানায়, পৃথক দু’টি বৈঠকেই ১৩টি জেলার নতুন কমিটি গঠন নিয়ে বর্তমান কমিটির নেতাদের কাছ থেকে কেন্দ্রিয় নেতারা মতামত নেন। তবে আহ্বায়ক নাকি পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষিত হবে তা এখনো পরিস্কার নয়। আপাতত আংশিক কমিটি এবং পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে। ফলে নতুন কমিটিতে স্থান পেতে জেলার পদ প্রত্যাশী নেতা-কর্মীরাও তৎপরতা চালাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে নেতৃত্বে আসতে আগ্রহীরা নানামুখী তোড়জোড় শুরু করেছেন। তবে তৃণমূলের প্রত্যাশা আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা ত্যাগী, পরীক্ষিত ও ক্লিন ইমেজের নেতাদের নেতৃত্ব দেওয়া হউক। এ জন্য কেন্দ্র থেকেও যাচাই-বাচাই চলছে। শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।
যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের কথা বলে জানা গেছে, ফেনী জেলা যুবদলের নতুন কমিটিতে আলোচনায় রয়েছে বর্তমান জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার, সহ-সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন (ভিপি বেলাল), সাংগঠনিক সম্পাদক নঈমুল্লাহ চৌধুরী বরাত, যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, আমজাদ হোসেন সুমন, দপ্তর সম্পাদক আল ইমরান, সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন ও জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি সালাহ উদ্দিন মামুনসহ বেশ কয়েকজন নেতা। এদের সভাপতি-সাধারণ সম্পাদকের অথবা আহ্বায়ক সদস্য সচিবের দায়িত্ব দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। মূলতঃ দলের দু:সময় মাঠে থাকা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মামলা-মোক্কদমা ও নির্যাতন-নিপীড়নের শিকার নেতা-কর্মীদের এবার নেতৃত্বে আনা হতে পারে। ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার জানান, ফেনী জেলা যুবদল দলের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলা। ইতোপূর্বে ফ্যাসিস্ট সরকার আন্দোলনে ফেনীতে যুবদলের ভূমিকা ছিল চোখে পড়ার মত। এজন্য দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী নির্যাতন-নিপীড়ন ও মামলা-হামলার শিকার হয়েছেন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রিয় নেতারা অবগত রয়েছেন। ফলে তারা নতুন কমিটিতে যোগ্যদেরকে মূল্যায়ন করবে। দলের মূল দায়িত্ব যাদেরকেই দেওয়া হউক না কেন নতুন নেতৃত্বে ফেনী জেলা যুবদল আরো গতিশীল ও শক্তিশালী হবে।
ফেনী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈমুল্লাহ চৌধুরী বরাত জানান, বিগত ১৬ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারী হায়না হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপির ঘোষিত আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ছিলাম। এতে অর্ধ শতাধিক মিথ্যা মামলাসহ হামলার শিকার হয়েছিলাম। স্বজনদের ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে দিনাতিপাত করেছি। আপোষ করিনি কোন অপশক্তির সাথে। ৫ আগস্টের পরও দলের ইমেজ কিংবা সুনাম ক্ষুন্ন হয় এমন কর্মকান্ডে জড়িত হই নাই। তাই দল যদি আমাকে মূল্যায়ন করে আমি নিজেকে উজাড় করে দিয়ে দলকে শক্তিশালী করতে কাজ করবো। শেষ কথা হচ্ছে দলের হাই কমান্ড যে সিদ্ধান্ত নিবে, আমরা তা মেনে নিয়ে কাজ করবো।
জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান জানান, তৃণমূল নেতা-কর্মীদের প্রত্যাশা হচ্ছে বিগত আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা ত্যাগী, পরীক্ষিত ও ক্লিন ইমেজের নেতাদের নতুন কমিটিতে স্থান দেওয়া হউক।
উল্লেখ্য, ২০১৮ সালে জাকির হোসেন জসিমকে সভাপতি, নাছির উদ্দিন খোন্দকারকে সাধারণ সম্পাদক এবং নঈমুল্লাহ চৌধুরী বরাতকে সাংগঠনিক সম্পাদক করে প্রথমে আংশিক কমিটি ও পরে ১৭২ সদস্যের পূর্ণাঙ্গ জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”