স্টাফ রিপোর্টার:
ফেনীর দাগনভূঞা পৌরসভার মানববর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ জায়গার অভাবে এখনো শুরু করা যায়নি। চলতি বছরের জুনে প্রকল্পটির মেয়াদ শেষ হতে চলেছে। এ সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না করলে প্রকল্পের টাকা ফেরত যাওয়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনার দুর্গন্ধে নাকাল পৌরবাসী প্রকল্পটি ঘিরে স্বস্তির আশায় থাকলেও দুশ্চিন্তা ভর করেছে তাঁদেরও। তবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম আশ্বস্ত করে বলেন, এতদিন জায়গা পাওয়া না যাওয়ায় কাজ শুরু করা যায়নি। এখন সরকারি জায়গা পাওয়া গেছে, খুব শিগগিরই কাজ শুরু হবে আশা করছি।
দাগনভূঞা পৌরসভা কার্যালয় জানায়, দাগনভূঞা পৌরসভা প্রতিষ্ঠার ২৪ বছর পার হলেও আজো বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান হয়নি। যে কারণে প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও নাগরিকেরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসনে একটি প্রকল্প নেওয়া হলেও জায়গার অভাবে কাজ শুরু করা যাচ্ছে না।
দাগনভূঞা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. হারুন উর রশিদ হাওলাদার বলেন, দাগনভূঞা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ‘৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পে’র আওতায় নয় কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করে। তবে শর্ত থাকে যে, প্রকল্পের জন্য পৌরসভার নিজস্ব ১৪০ শতক জায়গা থাকতে হবে, না হয় পৌরসভাকে ওই পরিমাণ জায়গা কিনে দিতে হবে। কিন্তু দাগনভূঞা পৌরভার নিজস্ব জায়গাও নেই, আবার জায়গা কেনার মতো অর্থও নেই। তিনি জানান, গত বছরের ২২ সেপ্টেম্বর প্রকল্পের কার্যাদেশ দেওয়া হলেও জায়গার অভাবে এখনো কাজ শুরু করা যায়নি। নয় মাসের মধ্যে কাজ শেষ করার কথা। চলতি বছরের জুনে প্রকল্পটির মেয়াদ শেষ হবে। এ সময়ের মধ্যে কাজ শেষ করা না গেলে প্রকল্পের টাকা ফেরত যাওয়ার আশংকা রয়েছে বলে জানান তিনি।
এদিকে প্রকল্পটি ভেস্তে যাওয়ার আশংকায় উদ্বিগ্ন পৌরবাসীও। পৌরভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা সমাজকর্মী মঞ্জু আলী বলেন, পৌরসভার ডাম্পিং স্টেশন না থাকায় যত্রতত্র ময়লা-আবর্জনার স্তুপ পড়ে থাকে। এতে করে প্রচণ্ড দুর্গন্ধে মানুষের চলাচল ও বসবাস দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি জানান, বাজারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণে পৌরসভা অনেক সময় উদ্যোগ না নিলে এক পর্যায়ে বাধ্য হয়ে তারা নিজেরাই তা অপসারণে উদ্যোগী হন। এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা তাঁর।
দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হায়দার লিটন বলেন, বাজারের অলিগলিসহ যেখানেসেখানে ময়লার স্তুপ পড়ে থাকে। দীর্ঘদিনেও তা সরিয়ে নেওয়া হয় না। ফলে ময়লার প্রচন্ড দুর্গন্ধে বাজারের ব্যবসায়ী এবং বাজারে আসা লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া ময়লার দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়ে নানা রোগবালাই ছড়াচ্ছে।
দাগনভূঞা পৌরভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম বলেন, দাগনভূঞা পৌরসভার প্রবেশমুখে ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের পাশেই ময়লার ভাগাড়। আমাদের উর্ধ্বতন কর্মকর্তাগণ অনেকে এ পথে যাতায়াতের সময় তা দেখে যখন প্রশ্ন করেন, তখন বিব্রত হই। তিনি বলেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা আমার অগ্রাধিকার কাজগুলোর মধ্যে এক নাম্বারে। পৌরসভার নিজস্ব জায়গা না থাকায় এবং জায়গা কেনার অর্থ সংকটে এতদিন প্রকল্প কাজ আটকে ছিল। এখন প্রকল্পের জন্য প্রয়োজনীয় সরকারি খাস জায়গা পাওয়া গেছে। জায়গার বন্দোবস্ত পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে শিগগিরই কাজ শুরু হবে।
জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাশ বলেন, দাগনভূঞা পৌরসভার মানববর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের জন্য সরকারি খাস জমির বন্দোবস্ত চেয়ে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের একটি আবেদন আমরা পেয়েছি। জনস্বার্থ বিবেচনায় বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”