শেখ আশিকুন্নবী সজীব:
ফেনীতে বালক/বালিকা (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং ফেনী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,
খেলাধুলায়ই পারে যুব ও তরুণ সমাজকে বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে।
তিনি বলেন, তারুণ্যের শক্তিতে এ দেশ সামনে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
তিনি তরুণদেরকে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে অনুরোধ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: বাতেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাশ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন,আইসিটি) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী।
সদ্য বিদায়ী জেলা কালচারাল অফিসার এসএমটি কামরান হাসানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা,ফেনী জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার,ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও ছাত্র প্রতিনিধিরা।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় ফেনী সদর উপজেলা বালিকা দলকে ৫-০ গোলে পরাজিত করে ফেনী পৌরসভা বালিকা দল এবং অপর খেলায় ফেনী পৌরসভা বালক দল ৪-১ গোলে ফেনী সদর উপজেলা বালক দলকে পরাজিত করে।
উল্লেখ্য যে,আগামী ২৬ জানুয়ারি, রবিবার একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”