দাগনভূঁঞা প্রতিনিধি:
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে দাগনভূঁঞা উপজেলার ঐতিহ্যবাহী রাজাপুর স্কুল এন্ড কলেজে বুধবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ছায়েদ আলী এ পিঠা উৎসব উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর স্কুল এন্ড কলেজের এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আবদুল হাইয়ুম জুয়েল, বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক শাহজালাল ভূঞা ও সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন। পিঠা উৎসবে ১৫টি স্টলে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের তৈরি বাহারি পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। এর মধ্যে ভাজা কুলি, গোলাপ পিঠা, সেমাই পিঠা, পাটিসাপটা, ভাপা পিঠা, চিতই পিঠা, সুজি পিঠা, নকশি পিঠা, জামাই পিঠা, সেমাই পিঠা, কস্তুরী পিঠা, জামদানী পিঠা, কুটুম পিঠা, মিষ্টি পুলি, পান্তুয়া, চমচম, ঝুনঝুনি, কেক, দুধমালাইসহ হরেক রকমের বৈচিত্র্যময় পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয় এবং বেশ প্রশংসা কুড়িয়েছেন। প্রথম বারের মতো এই পিঠা উৎসবে শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
হারুনুর রশিদ মৃধা নামে স্থানীয় এক সমাজকর্মী বলেন, গ্রামীণ জনপদের এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বারের মতো পিঠা উৎসব আয়োজন করায় শিক্ষার্থী ও এলাকাবাসী বেশ উৎফুল্ল। এই পিঠা উৎসবে শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও আশপাশের বিপুল সংখ্যক লোকজনের সমাগম হয়েছে। এই ধরণের সৃজনশীল আয়োজন ধারাবাহিক করার দাবী জানান তিনি।
রাজাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ছায়েদ আলী জানান, তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে এর আগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন শেষে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে মেতে উঠেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”