স্টাফ রিপোর্টার:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তোরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার এ জনসভা সফল করতে শহরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথক পৃথক আনন্দ মিছিল বের করেছে। দীর্ঘদিন পর এ জনসভাকে ঘিরে ফেনীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর ১মবারের মত ফেনী জেলা শহরে অনুষ্ঠিতব্য জনসভা সফল করতে বিএনপির পক্ষ থেকে ২০টিরও অধিক প্রস্তুতি সভা-সমাবেশ করা হয়েছে। জেলা নেতারা জানান, এ জনসভায় জেলার প্রত্যন্ত এলাকা থেকে লক্ষাধিক লোকের সমাগম হবে।
সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১২ সালের পর দীর্ঘ ১২ বছর পর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এ জনসভা। ফলে এ জনসভাকে ঘিরে বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতারাও কোমর বেঁধে নেমেছেন জনসভা সফল করতে।
বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা গড়ার লক্ষ্যে এবং বিভিন্ন দাবী আদায়ে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এ জনসভা ঘিরে দলের প্রবীণদের পাশাপাশি নবীনরাও উজ্জীবিত হয়ে উঠেছে।
জানতে চাইলে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবীবুল্লাহ মানিক বলেন, দীর্ঘদিন পর ফেনীতে এ জনসভাকে ঘিরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেতা-কর্মীরা জীবনবাজি রেখে ফেরারি আসামী হয়েও বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ৫ আগস্ট সরকার পতনের পর ফেনী জেলা শহরে বিএনপির এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু এখন কোন বাঁধা নেই, সেহেতু নির্বিঘ্নে লক্ষাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। জনসভা সফল করতে বিএনপির পাশাপাশি প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠন পৃথক প্রস্তুতি সভা করে রেকর্ড সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে জেলা শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিলিসহ সার্বিক প্রস্তুতি গ্রহণসহ কর্মসূচি শেষ করেছেন।
দলের নেতাকর্মীরা জানান, জেলা বিএনপির পাশাপাশি কয়েকটি অঙ্গ সংগঠনের কমিটি গঠন নিয়ে চলছে জল্পনা-কল্পনা ও তৎপরতা। বিগত দিনে দলের জন্য যারা নিবেদিত ও ত্যাগী ছিলেন তাদের পাশাপাশি সুবিধাভোগীরা ও তৎপর রয়েছেন কমিটিতে আসার জন্য। প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এ জনসভাকে সফল করতে কাজ করছেন। আশা করি জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত থাকবেন।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বিএনপির এই জনসভাকে সফল করতে জেলা কমিটির পক্ষ থেকে একাধিক সভা-সমাবেশ ও কর্মসূচি পালন করা হয়েছে। জনসভাকে ঘিরে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। আশা করি জনসভায় দেড় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে এ জনসভা অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”