নিজস্ব প্রতিবেদক :
সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন ফেনীর আয়োজনে দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ফেনী জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে জেলার বিভিন্ন কলেজ-মাদ্রাসা ও ইউনিভার্সিটির ৩০ জন তরুণ সংবাদকর্মীদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন।
এসময় প্রথম অধিবেশনের সকালের সেশনে ফেনীতে সাংবাদিকতার ইতিহাস ও ঐতিহ্য, সংবাদের উপাদান ও সংবাদের ধরন ও লেখার কৌশল বিষয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধি ও দৈনিক অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ, সাংবাদিকতার নীতি-নৈতিকতা, সাংবাদিকের গুনাবলী, দায়িত্ব ও কর্তব্য এবং সাক্ষাতকারের ধরণ নিয়ে ক্লাস নেয় গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংস্থা সমষ্টি’র প্রশিক্ষক আবু নাছের মঞ্জু।
দুপুরের সেশনে সাংবাদিকতা ও তথ্য অধিকার, সংবাদ সংগ্রহের কৌশল বিষয়ে জেলা তথ্য কর্মকর্তা আল আমিন, সাংবাদিকতার ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় এবং সাইবার নিরাপত্তা আইন বিষয়ক ধারনা নিয়ে (এডিশনাল এসপি) সাইদুর রহমান, বাংলাদেশের গণমাধ্যম, আইন এবং বিধিমালা বিষয়ে ক্লাস নেয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন।
দিনব্যাপী সেশন শেষে প্রশিক্ষকরা বলেন, সংবাদপত্র হল সমাজে ছায়া সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। সরকারের ভুলত্রুটিগুলো ধরিয়ে দেয়া, সরকারের নীতিগুলো, আইনগুলো নির্বাহী বিভাগ যথাযথভাবে পালন করছে কি-না তা দেখাই হলো সাংবাদিকের দায়িত্ব। এই বুনিয়াদি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা তাদের বাস্তব ক্ষেত্রে কাজে লাগাতে পারবে।
অংশগ্রহণকারী নবীন সংবাদকর্মীরা এই প্রশিক্ষণকে স্বাগত জানিয়েছেন।
সংবাদকর্মীদের দক্ষতা বাড়াতে আরও কর্মশালার আয়োজন করা হবে বলে সাংবাদিক ইউনিয়ন ফেনী কর্তৃপক্ষ জানায়।
এসময় দ্বিতীয় অধিবেশনে আরাফাত হোসেনের কোরআন তেলাওয়াত ও রোসনা আক্তারের উপস্থাপনায় সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্টি ফোরের প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, আরটিভি’র জেলা প্রতিনিধি আজাদ মালদার, নিউজ টুয়েন্টি ফোরের প্রতিনিধি ইয়াছিন সুমন, দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি জাফর উল্লাহ, জিটিভি’র প্রতিনিধি জসিম ফরায়েজী,এশিয়ান টিভির প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, দ্যা মর্নিং গ্লোরির প্রতিনিধি মোশাররফ হোসেন, ছাত্র প্রতিনিধি মুহাইমিম তাজিম’সহ প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”