সদর প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নে মুসুল্লীদের মাঝে রমজানের সেহরীর-ইফতারের সময়সূচী ও দোয়া সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বটুয়া দিঘীরপাড় জামে মসজিদ পাঠাগারে উদ্যোগে ইউনিয়নের এক নম্বার ওয়ার্ডের জোয়ার কাছাড় গ্রামে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মঠবাড়িয়া আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম ও বটুয়া দিঘীর পাড় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হুসাইন আহমদ।
এসময় মুফতি হুসাইন আহমদ বলেন, এলাকার তরুণদের প্রচেষ্টায় ও বটুয়া দিঘীর পাড় জামে মসজিদ পাঠাগারের উদ্যোগে স্থানীয় মুসুল্লীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হচ্ছে। মহিলাদের জন্য রমজানে আমল-আখলাকের ব্যাপারে জানাতে ইসলামিক সভা করা হবে। রমজান মাসে মুসুল্লীদের ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করতে নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, রমজানে ২০ বছর বয়সের নিচে যেসব ছেলেমেয়ে কোরআন খতম করবে তারা পুরস্কার পাবে। অনূর্ধ্ব ২৫ বছর পর্যন্ত ৫ ওয়াক্ত নামায ও রোজার জন্য পুরস্কার দেওয়া হবে। এই উদ্যোগের পৃষ্ঠপোষকতা করছেন এলাকার প্রবাসী ভাইরা। তাদের আন্তরিকতা, ভালোবাসা এবং সহযোগিতায় এ কার্যক্রম সুন্দরভাবে শেষ করতে পারবো ইনশাআল্লাহ।
এসময় বটুয়া দিঘীর পাড় জামে মসজিদ পাঠাগারের শুভাকাঙ্ক্ষী হাজ্বী মোঃ ইউসুফ, মূসা মিয়া, আলাম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজ্বী নূর আহমদ সওদাগর, হাজ্বী আবদুর রাজ্জাক, শাহ আলম, মুস্তফা উপস্থিত ছিলেন।
বটুয়া দিঘীর পাড় জামে মসজিদ পাঠাগার ফেসবুক মেসেঞ্জারের সদস্য রবিউল হক রাজিব, মোরশেদ আলম, মুফতী ওমর ফারুক কাসেমী, ফাহমিদ হাসান, আনোয়ার হোসাইন, রুবেল, মাইনুদ্দীন মানু, মাওলানা হারুনুর রশীদ, ইকবাল হোসেন প্রমুখ।
সংগঠন সূত্রে জানা গেছে, পাঠাগারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য, বটুয়া দিঘির পাড় জামে মসজিদ পাঠাগার একটি মসজিদভিত্তিক ধর্মীয় ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মূল লক্ষ হচ্ছে, যুবকদের একত্রিত করে সমাজকে নৈতিক পথে পরিচালিত করা এবং যুবসমাজ, ছাত্রসমাজ, এতিম, গরিব, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা। সমাজের তরুণদের একত্রিত করে তাদেরকে নৈতিক শিক্ষা ও আদর্শের পথে পরিচালিত করা এবং অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখা। এলাকার তরুনদের মাধ্যমে মৃত ব্যাক্তির গোসলের এন্তেজাম করা। কবরস্থানের পবিত্রতা রক্ষায় নিরবিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা। বিভিন্ন সমাজসেবামূলক কাজ, এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা। মহিলাদের জন্য ধর্মীয় শিক্ষা ও দ্বীনি হালকা আয়োজন। বিভিন্ন গরিব পরিবারকে বিয়ে-শাদীসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করা। দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করা ও কৃতী শিক্ষার্থী, হাফেজ ও আলেমদের সম্মাননা প্রদান করা সহ নানান সামাজিক কর্মকান্ড পরিচালিত করা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”