শহর প্রতিনিধি:
মীর মোহাম্মদ স্বপন নামে এক দলিল লেখকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ এনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। শনিবার বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন পরবর্তীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফ্ল্যাট মালিকরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফ্ল্যাট মালিক তোফায়েল আহমেদ বলেন, মীর মোহাম্মদ স্বপন অহেতুক মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছেন। এই সময় সাংবাদিকদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। জোসনা আক্তার নামে আরেক ফ্ল্যাট মালিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে বাঁচান। আমার এক ভাইয়ের মাধ্যমে স্বপনের কাছ থেকে আমি এই ফ্ল্যাটটি ছাপ কবালা মূলে মালিক হই। আমি ফ্ল্যাট দখলে যাওয়ার আগে স্বপন ফ্ল্যাটটি জবরদখল করে আমার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না তিনি আমার কাছে কিসের টাকা দাবি করছেন। পশ্চিম ডাক্তার পাড়ার বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, আমার কোন ফ্ল্যাট নেই। এইসব বিষয়ে আমি কিছুই জানি না। অথচ স্বপন আমাকে ১ নম্বর আসামি করে চাঁদাবাজির মামলা করেন। স্থানীয় বাসিন্দা নবী উদ্দিন পারভেজ বলেন, আমার জানা মতে বর্তমানে স্বপনের বিরুদ্ধে ১৭ টি মামলা রয়েছে। এই স্বপন স্বৈরাচারের দোসর। স্বপন তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে আমার আত্মীয়ের ফ্ল্যাটটি দখল করে। সবশেষে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফ্ল্যাট মালিক জহির উদ্দিন বেগ বলেন, আমি বিগত সময়ে ডাক্তার ওমর ফারুক হেভেন সোসাইটির সভাপতির দায়িত্বে ছিলাম। দলিল লেখক মীর মোহাম্মদ স্বপন আমিসহ আরো কয়েকজন ফ্ল্যাট মালিকের নামে চাঁদাবাজির মামলা দিয়েছে। চাঁদাবাজির সাথে আমাদের কোনধরনের সম্পৃক্ততা নেই। স্বপন অহেতুক মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে।
প্রসঙ্গত, মীর মোহাম্মদ স্বপন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মজলিশপুর এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে। এর আগে তিনি একাধিকবার চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”