প্রতিবেদক:
বেগম খালেদা জিয়ার কারান্তরীন কালে তাঁর দেশ ভাবনার কাব্য-চিন্তা নিয়ে কবি ও সাংবাদিক শামীম আনসারীর লেখা ‘জেল থেকে বলছি’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার বিকেলে বাংলা একাডেমী বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শাহানা আক্তার সানু ও বিশিষ্ট কবি মাহমুদুল হাসান নিজামী।
উপস্থিত ছিলেন সাংবাদিক এম. নাসির উদ্দিন, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন,বইটির প্রকাশনা প্রতিষ্ঠান সাহিত্যদেশ এর স্বত্ত্বাধিকারী শফিক সাইফুল এবং বইপ্রেমী নানান শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ।
প্রকাশিত গ্রন্থটিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জেলবন্দীকালীন দেশ ও দেশের শোষিত মানুষকে নিয়ে তাঁর ভাবনাকে কাব্য চিন্তায় পরিস্ফুটন দিয়েছেন তরুন কবি ও লেখক শামীম আনসারী।
এডভোকেট শাহানা আক্তার সানু পাঠকদেরকে বইটি পড়ার আহবান জানিয়ে বইটির বহুল প্রচারের আহবান জানান। তিনি আশা করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারান্তরীন থেকেও দেশ ও দেশের মানুষকে নিয়ে কতোটা উদ্বিগ্ন ছিলেন সেই চিত্রই ফুটে উঠেছে কাব্যগ্রন্থটিতে।
কবি মাহমুদুল হাসান বলেন; বেগম খালেদা জিয়া আমার নেত্রী, গণতন্ত্রের মানসকন্যার জন্যে আপনারা দোয়া করবেন। তিনি সকলকে বইটি পড়ার আহবান জানিয়ে গ্রন্থটি পাঠকপ্রিয় হবে এ আশাবাদ ব্যক্ত করেন।
লেখক শামীম আনসারী ২০১৩ সালের বইমেলায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে নিয়ে ‘জিয়া মানে বিপ্লব’ নামে একহাজার লাইনের একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন। সে বইটিও তখন জাতীয়তাবাদী পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
শামীম আনসারী জাতীয়তাবাদী লেখক পরিষদ-ফেনী জেলা আহবায়ক, ফেনী জেলা যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। তিনি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









