বিশেষ প্রতিনিধি:
ফেনী আল কেমি হাসপাতালে ডা: মাহবুবা খানম কর্তৃক পারুল আক্তার (৪৫) নামে এক রোগীর জরায়ু অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩ মার্চ) রোগীর ভাই আমির হোসেন ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ে লিখিতভাবে ডাক্তার ও সহযোগীদের দায়ী করে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার মধ্যম চন্ডি পুর নয়াপাড়া গ্রামের পারুল আক্তার
জরায়ু অপারেশন করার জন্য ফেনীর আল কেমি হাসপাতালে ভর্তি হন। গত ২০ ফেব্রুয়ারি ডাক্তার মাহবুবা খানম তার অপারেশন করেন। অপারেশনের দুইদিন পর রোগীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ডাক্তার রোগীর একটি আত ফেটে গেছে জানিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেলোয়ার হোসেনের সহিত যোগাযোগ করে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন এবং রেফার্ড করে।
কুমিল্লা মেডিকেল কলেজ নেওয়া হলে ডাক্তার জানান, পূর্বের ডাক্তার অপারেশন করার সময় ভুল ভাবে অপারেশন করেছে যাহার ফলে পায়খানার রাস্তা কেটে যায় এবং মল শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। যাহার ফলে সমস্ত শরীরের জীবাণু ঢুকে পড়ে। এজন্য আবার অপারেশন করতে হবে, যাহার ফলে রোগি বেঁচে থাকার সম্ভাবনা কম এবং গত রবিবার (২ মার্চ) অপারেশন করার পর রোগী মৃত্যুবরণ করে।
রোগীর ভাই আমির হোসেন বলেন, ডাক্তার মাহমুদা ও তার সহযোগীরা টাকার লোভ ও লালসার বশবর্তী হয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করিয়া ভুল অপারেশন করে। যাহার ফলে আমার বোনের মৃত্যু হয়। তিনি সিভিল সার্জনের মাধ্যমে তদন্তপূর্বক ন্যায় বিচার আশা করেন।
ডা: মাহবুবা খানম বলেন, রোগীর অপারেশন হওয়ার দুইদিন পরে রোগীর সমস্যা দেখা দিলে আমরা রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। অপারেশন করার সময় সফলভাবেই সম্পন্ন হয়েছে।
ফেনীর সিভিল সার্জন ডা: শিহাব উদ্দিন অভিযোগটি গ্রহণ করেছেন বলে জানান এবং আগামী দু দিনের মধ্যে একটি তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”