নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ফেনী সদর উপজেলার আয়োজনে ৬ দফা দাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে প্রতিবাদ সভা শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার( ৪ মার্চ) সকালে ফেনী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ ও বন উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ফেনী জেলা সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন,ফেনী সদর উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ছৈয়দ মাহমুদ সরওয়ার আমিন তানভীর, ব্রিকফিল্ড মালিক সমিতির নেতা নুরুল আবছার মজনু, ইফতেখারুল হক ভূঞা পাভেল, সাব্বিরুল কাইয়ূম, রেজাউল ইসলাম,আবুল কালাম আজাদ, মো. কাজিমুজ্জামান আশিক, নুর নবী, রুহুল আমীন ও মিন্টু প্রমুখ।

স্মারকলিপিতে সমিতির নেতৃবৃন্দ দাবী করেন, ২০১৩ সালে ইটভাটা নিয়ন্ত্রণ আইনের সংস্কার, চিমনি, ড্রাম চিমনি ও লাড়কি পোড়ানো ভাটা বন্ধ করার পাশাপাশি জিগজাগ ইটভাটাকে হয়রানী না করার অনুরোধ, মাটি সংগ্রহে আইনের ৫ এর ২ ধারা শিথিলের আবেদন, লাইসেন্স নবায়নের সময় কেন্দ্রীয় সমিতির প্রত্যয়ন বাধ্যতামূলক করা, ইট ভাটাকে শিল্প ঘোষণা করা, ইট ভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদি নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন দাবী জানানো হয়।
কয়েকজন ইট ভাটা মালিক জানায়, জেলার বিভিন্ন স্থানে অভিযানে গিয়ে ইট ভাটা ভাংচুর চালানো হয়েছে।এতে ইট ভাটা মালিকরা চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং প্রতিনিয়ত নানা হয়রানির শিকার হচ্ছেন। অথচ ইটভাটার সাথে হাজার হাজার মালিক ও শ্রমিক জড়িত থেকে জীবিকা নির্বাহ করছেন এবং উন্নয়নের ভূমিকা রাখছে। তাই অবিলম্বে হয়রানি বন্ধ করে ইট ভাটাকে শিল্প ঘোষণা করার দাবী জানান তারা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”