নিজস্ব প্রতিবেদক :
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ওয়ালিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মুহাম্মাদ মাঈনুদ্দীন খোন্দকার ও শিক্ষক আহমদ উল্যাহসহ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অর্থ লোপাট ও প্রশাসনিক সেচ্ছাচারিতার অভিযোগ করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্যরা। বুধবার ফেনী শহরের একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি ড. বেলাল উদ্দিন আহমেদ।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গভর্নিং বডির অনুমোদনহীন ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন, বিশেষ প্রকাশনা থেকে প্রায় ৪৪ লাখ টাকা আত্মসাৎ, দাতা সদস্যদের নাম অন্তর্ভুক্তির জন্য ফিরোজ উদ্দিন আহমেদ ও ফরিদ উদ্দিন আহমেদ চার লাখ পঞ্চাশ হাজার নয়শত বিশ টাকা জমা দিলেও তাদেরকে দাতা সদস্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি ।
এ সময় ড. বেলাল উদ্দিন আহমেদ প্রতিষ্ঠানের নানা অনিয়ম ও দুনীর্তি তুলে ধরে বলেন, ছাত্র-ছাত্রীদের থেকে বিনা রশিদে ২০১৭ সাল থেকে ২০২৪ পর্যন্ত বিভিন্ন নামে ভর্তি ফি, সেশন ফি, মিলাদের চাঁদা পরীক্ষার ফি, টিউশন ফি, নানান খাতে লাখ লাখ টাকা আদায় করা হয়েছে যার কোন হিসাব কমিটিতে উপস্থাপন বা অনুমোদন নেয়া হয় নাই। আবাসিক/হোস্টেলে ছাত্রদের রেখে ছাত্রদের থেকে আবাসিক ফি আদায় করা হয় যার সঠিক হিসাব কমিটিতে উপস্থাপন বা অনুমোদন নেয়া হয় নাই। শিক্ষক নিবাসে কয়েকজন শিক্ষক থাকে যারা সপরিবারে বসবাস করে যা ভাড়া নির্ধারণ করা হয়েছে তাদের নিজেদের সুবিধা মত ন্যায্য ভাড়ার অর্ধেকের চেয়েও অনেক কম। গ্যাস বিল ব্যবহারকারীদের থেকে আদায় না করে মাদ্রাসার হিসাব থেকে পরিশোধ করা হয় এবং অর্ধেক টাকা ব্যবহারকারীদের থেকে আদায় করে গ্যাসের বিল পরিশোধ করা হয়। নির্মাণ কাজের ভূয়া ভাউচার উপস্থাপন করে হাজার হাজার টাকা লুটপাট করা হয়েছে। মাদ্রাসার শ্রেণী কক্ষে প্রাইভেট পড়ানোর ব্যবসা কয়েকজন শিক্ষক নিয়মিত করে যাচ্ছে। বারবার কমিটির মিটিংয়ে প্রাইভেট পড়ানো নিষেধ করার পরও ছাত্র-ছাত্রীদের ভোর বেলা থেকে প্রাইভেট পড়ানোর কার্যক্রম চালিয়ে যায় । যা প্রিন্সিপাল মুহাম্মাদ মাঈনুদ্দীন খোন্দকার যোগদান করার আগে ছিলো না। শিক্ষকরা শ্রেণী কক্ষে না পড়িয়ে তাদের প্রাইভেট পড়ানোর ব্যবসা জমজমাট রেখেছে। করোনাকালীন সময়ে সরকার কর্তৃক নির্ধারিত এ্যাসাইনমেন্ট বিনা ফি তে শিক্ষার্থীদের কাছে পাঠিয়ে দেয়ার কথা থাকলেও টাকার বিনিময়ে এ্যাসাইনমেন্টগুলো শিক্ষার্থীদের কাছে বিক্রি করেন প্রিন্সিপাল মুহাম্মাদ মাঈনুদ্দীন খোন্দকার ও শিক্ষক আহমদ উল্যাহ ।
ড. বেলাল উদ্দিন আহমেদ জানান, গভর্নিং কমিটির সাবেক সদস্যরা এই সকল অন্যায় অনিয়মের প্রতিবাদ করায় এবং গভর্নিং কমিটির মিটিংয়ে কমিটির সভাপতি জেলা প্রশাসকের নজরে বিষয়গুলো উপস্থাপন করার কারণে সাবেক কমিটির উপর সিন্ডিকেটের সদস্যরা ক্ষিপ্ত হয় এবং তাদের দুর্নীতি ঢাকতে সিন্ডিকেট করে সাবেক পরিচালনা কমিটির সদস্যদের নির্বাচন থেকে দূরে রাখার জন্য নানা ফন্দি করছেন।
তিনি মাদ্রাসার আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ, ভোটাধিকার নিশ্চিত করা এবং অবৈধ ব্যাংক লেনদেনের বিষয়ে অবিলম্বে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক বিদ্যেৎসাহী সদস্য মো. ফজলুল করিম স্বপন, এটিএম কামাল উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ নুরুল আফসার, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ মুসা, মহিউদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য মো. নুরুল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযোগের বিষয়ে জানতে মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মাদ মাঈনুদ্দীন খোন্দকারের মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করলে তিনি কল রিসিভ করেননি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”