নিজস্ব প্রতিবেদক :
’আবদুল কাইয়ুম ভূঞা ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী বাজারের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত বক্তাগণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিয়ে ধনী গরীবের বৈষম্যহীন সুখি-সমৃদ্ধ আলোকিত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক আবদুল কাইয়ুম ভূঞা ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুর রব এর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি সাংবাদিক শাহজালাল ভূঞার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিরলী বাজার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যুবদল নেতা আল ইমরান ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শফি উল্যাহ।
পরিচয় পর্ব শেষে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ফেনী পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এর ইন্সট্রাক্টর বাহা উদ্দিন রায়হান, বিরলী বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক মনোয়ার হোসেন শিমুল, আবদুল কাইয়ুম ভূঞা ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা হোছাইন আহমেদ, শেখ আহমেদ, রুহুল আমিন, সহ-সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন রশীদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সোহেল ও কোষাধ্যক্ষ আবদুল মতিন প্রমুখ। এসময় সংগঠনের উপদেষ্টা, কার্যকরী কমিটি ও সাধারণ
সদস্যসহ বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এসময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুনাম ও সততার অবদান রাখায় সংগঠনের পক্ষ থেকে ১২জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। শেষে ২৪ এর গনঅভ্যুত্থানের হতাহতদের জন্য এবং আবদুল কাইয়ুম ভূঞা ফাউন্ডেশনের প্রয়াতদের আত্মার মাগফিরাত এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি খালেদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা- আবদুল কাইয়ুম ভূঞা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর বিগত বছরে ভয়াবহ বন্যায়দুর্গত মানুষকে ত্রাণ সামগ্রী প্রদান, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চার শতাধিক লোকজনকে বিনামূল্যে ঔষধ প্রদান, বৃক্ষ রোপন,অসহায় মানুষকে সহযোগিতাসহ সমাজ উন্নয়নে পরিচালিত নানা কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যৎ ভালো কর্মকাণ্ড আরো এগিয়ে নেয়ার ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”