শহর প্রতিনিধি :
ফেনীতে যমুনা লাক্সারী (প্রা:) লিমিটেড নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মহিপাল যমুনা কাউন্টারের নবনিযুক্ত দুই পরিচালক।
শনিবার রাতে মহিপালে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিপাল যমুনা পরিবহন কাউন্টারের সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক ফেনী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন মহিপাল যমুনা পরিবহন কাউন্টারের সদ্য নিয়োগপ্রাপ্ত অপর পরিচালক মোঃ সাইদুল ইসলাম বাবুল ও ব্যবসায়ী নুর নবী চৌধুরী প্রমুখ।
লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, যমুনা লাক্সারী (প্রা:) লিমিটেডের মহিপাল কাউন্টার পরিচালনার জন্য ১৪ এপ্রিল পরিবহনটির পরিচালক আলী মনসুর ফারুকের সাথে চুক্তিবদ্ধ হয়। এসময় ট্রান্সপোর্টের পরিচালক ও কুমিল্লা জেলা পরিবহন মালিকরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, যমুনা পরিবহন কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী গাড়ি পরিচালনার জন্য তাদেরকে দায়িত্ব প্রদান করেন। এ দায়িত্ব পালনে লোকবল নিয়োগ সহ যাবতীয় দায়িত্ব তাদের প্রদান করেন। এ খবর জানাজানি হলে ফ্যাসিবাদের মদদপুষ্ট কথিত শ্রমিক নেতা নামধারী আবুল কাশেম মিলন প্রকাশ হাড়ু মিলন ক্ষুব্ধ হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সে বিভিন্ন মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কাউন্টার দখলের মিথ্যা অভিযোগ করেন। যার কোন ভিত্তি নেই। প্রকৃতপক্ষে আমরা ব্যবসা পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রশাসন ও পরিবহন মালিক শ্রমিক নেতাদের চুক্তিপত্র সম্পাদনের কপি প্রদান করেছি। তারা আমাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিষয়টি টের পেয়ে মিলন নানাভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, শ্রমিক নেতা নামধারী আবুল কাশেম মিলন প্রকাশ হাড়ু মিলন জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আবদুর রহমান বিকম ও পলাতক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। সে আওয়ামী লীগে যোগদান করে মহিপালে পরিবহন জগতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”