বিশেষ প্রতিবেদক:
ফেনীতে চোরাচালানি-মাদককারবারিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে মামলার বাদী আমজাদহাট ইউপি সদস্য রহিম উল্ল্যাহর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনের সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। ফেনীতে কর্মরত সাংবাদিক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্যে ফেনীর প্রবীণ সাংবাদিক আবু তাহের বলেন, অপরাধ স্বীকার করলেও আবার মিথ্যা মামলা দিয়ে সাংবাদিককে হয়রানি করছে। আমরা দ্রুত এ মামলা প্রত্যাহার ও তাকে আইনের আওতায় নিয়ে আসার দাবি করছি।
সভাপতির বক্তব্যে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ফেনীতে এর আগেও সাংবাদিকদের হামলা-মামলা করে হয়রানি করা হয়েছে। এবারও একটি রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে এ মাদক কারবারি সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন। দ্রুতই এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আত্মস্বীকৃত এ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- দৈনিক সংগ্রামের প্রতিনিধি একেএম আব্দুর রহিম, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, মফস্বল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব জসিম মাহমুদ, আরটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার, এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, দৈনিক নয়া পয়গামের সম্পাদক এনামুল হক পাটোয়ারী, ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনীর সভাপতি দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, মানবজমিনের প্রতিনিধি নাজমুল হক শামীম, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন,দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি এসএম ইউছুপ আলী, দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক ফিরোজ আলম, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শফি উল্লাহ রিপন, যুগান্তরের জেলা প্রতিনিধি যতন মজুমদার, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আরিফুর রহমান, সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল,সাপ্তাহিক ফেনী সমাচার সম্পাদক মুহিব্বুল্লাহ ফরহাদ, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি আবদুল কাইয়ুম সোহাগ,ইন্ডিপেন্ডেন্ট টিভির সমির উদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাইন উদ্দিন, সাইবার ইউজার দলের সভাপতি শরিফুল ইসলামের রাসেল, উদয় পত্রিকার সম্পাদক সাঈদ খান, নিউজ ২৪ জেলা প্রতিনিধি সৈয়দ ইয়াসিন সুমন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি ইয়াছির আরাফাত রুবেল, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন, যায়যায়দিনের ফুলগাজী প্রতিনিধি সাহাব উদ্দিন, দৈনিক ফেনী নিজস্ব প্রতিবেদক মো: মোর্শেদ, নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ। এসময় ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২৩ এপ্রিল) ইউপি সদস্য রহিম উল্ল্যাহ বাদী হয়ে দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তারেক চৌধুরীকে এক নম্বর আসামি করে আদালতে এ মামলা করেন। পরে আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ মামলায় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে, যাদের প্রত্যেকের ক্ষেত্রে ভুল নাম-পদবি ব্যবহার করা হয়েছে। যেমন- আসামি হিসেবে দৈনিক ফেনী পত্রিকার সম্পাদকের নাম লেখা হয়েছে আরিফুর রহমান, যদিও তার নাম আরিফুল আমিন রিজভী। এছাড়া দৈনিক ফেনীর রিপোর্টার হিসেবে দেখানো হয়েছে মামুনুর রহমানকে, ঢাকা পোস্টের রিপোর্টার হিসেবে দেখানো হয়েছে জামশেদ আলম অনিক ও ওমর ফারুক নামে দুজনকে—বাস্তবে এদের কেউ এজাহারে উল্লেখিত পদে নেই। মামলার এজাহারে নিজেকে জাতীয়তাবাদী দলের কর্মী ও আওয়ামী লীগ সরকারের সময়ের ইউপি সদস্য উল্লেখ করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করেন মাদক কারবারি রহিম উল্ল্যাহ।
উল্লেখ্য,গত মঙ্গলবার (২২ এপ্রিল) ‘সীমান্তে চোরাচালানের সাম্রাজ্যে ইউপি সদস্য, বললেন পেশাই এটি’ শিরোনামে মাদক কারবার, চোরাচালান ও মানবপাচার চক্র নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট ও স্থানীয় পত্রিকা দৈনিক ফেনী। এতে মাদক কারবারি হিসেবে ফুলগাজী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহিম উল্ল্যাহসহ বেশ কয়েকজনের নাম উঠে আসে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”