শহর প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম বলেছেন, হলুদ সাংবাদিকতা করে সাময়িক সুবিধা পেলেও দীর্ঘমেয়াদী নানা কুফল ভোগ করতে হয়। সংবাদপত্রের অধিকার চাইলে, অর্পিত দায়িত্ব পালন করতে হবে। হলুদ সাংবাদিকতা বর্জন করতে হবে ও রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে ওঠে সংবাদ পরিবেশন করা প্রয়োজন। একজন হলুদ সাংবাদিকতা করে বলে সবাইকে দোষারোপ করা যাবে না। প্রেস কাউন্সিল হলুদ সাংবাদিকতাকে তিরষ্কার ও নিরুৎসাহিত করে।
বুধবার (৩০ এপ্রিল) ফেনী সার্কিট হাউজ কনফারেন্স রুমে ফেনীতে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মূল দায়িত্ব হচ্ছে সত্যের সন্ধানে কাজ করা। তবে আইন মেনেই তা করতে হবে। সাংবাদিকদের সম্মান বাঁচাতে নীতিমালা প্রনয়ণ করা হবে। ইতোমধ্যে ৩৩ জেলার সাংবাদিকদের তালিকা তৈরির জন্য প্রেরণ করেছে। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতার জন্য ডাটাবেইজ তৈরির কাজ চলছে। ফেনী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসানের সঞ্চালনায় কর্মশালায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রেস কাউন্সিল সচিব (উপসচিব) মো. আবদুস সবুর। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক রমেন শর্মার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সাইফুল ইসলাম। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব, হলুদ সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে রিসোর্সপার্সনগণ আলোচনা করেন। কর্মশালায় ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সংবাদকর্মী অংশ নেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”