শেখ আশিকুন্নবী সজীব:
বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা শীর্ষক মতবিনিময় সভা রোববার (৪ মে) ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেন।
এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) ফেনী জেলা শাখার আয়োজনে সভায় বিশেষ অতিথি ছিলেন কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)’র কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজির হোসাইন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, এডাব এর পরিচালক একেএম জসিম উদ্দিন ও ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাব এর চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মো: ফোরকান।
এডাব ফেনী জেলা শাখার আহ্বায়ক আনোয়ারুল আজিজের সভাপতিত্বে ও সদস্য সচিব জয়নাল আবেদীন রাসেলের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এডাব চট্টগ্রামের সাবেক সভাপতি জেসমিন সুলতানা পারু, চট্টগ্রামের এনজিও বনফুল’র নির্বাহী পরিচালক রেজিয়া সুলতানা, ফেনীর এনজিও রেঁনেসার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, এনজিও ফেয়ার’র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক নাজমুল হক শামীম, ইয়ুথ জানালিস্ট ফোরাম বাংলাদেশ ফেনী শাখার সভাপতি দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়েশন ফেনী শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল তালুকদার, ক্যামেলিয়া জাগো নারী সংস্থার নির্বাহী পরিচালক মেহেরাজ আরা ক্যামেলিয়া,ব্র্যাক জেলা প্রতিনিধি ওমর ফারুক, ক্যাব জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সৈয়দ মামুন,দৈনিক নয়া পয়গামের নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলাম সজীব প্রমুখ। মতবিনিময় সভায় সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সরকারী কর্মকর্তাসহ সুধিজনরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতা পরবর্তী বাজেটে বরাদ্দ বেড়েছে, জিডিপি বেড়েছে। দেশের উন্নয়নে বিস্তর ভূমিকা পালন করছে এনজিওগুলো। ক্ষেত্র বিশেষে বেশি সুদ নিচ্ছে মাইক্রোক্রেডিট সংস্থা। এনজিওদের সঙ্গে সাংবাদিকদের নিবিড় সম্পর্ক থাকা প্রয়োজন। মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে জিও এনজিও কাধে কাধ মিলিয়ে চলা প্রয়োজন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, সবাই সম্মিলিতভাবে দেশের কল্যাণে কাজ করতে হবে। সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়,তবে সরকারের কাছে দেশের মূল স্টিয়ারিং রয়েছে। সরকারের পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়নে এনজিওদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংস্কার চলছে সংস্কারের মধ্য দিয়ে সুন্দর জায়গায় যাওয়ার চেষ্টা করা হচ্ছে। দ্বিধা দ্বন্দ্ব ভূলে এই সংস্কারে সবার জন্য সমান সুযোগ তৈরির পরিবেশ নিশ্চিত করতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









