নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো: শফি উল্লাহ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক মো: মনিরুজ্জামান এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম বলেন, বর্তমান কিশোর-তরুণ প্রজন্ম বই পড়া থেকে বিমুখ হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমিয়ে বই পড়ার দিকে মনোযোগী হতে হবে। শুধু চাকরির জন্য বই নয়, জ্ঞান আহরণের জন্য বই পড়তে হয়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখন ফেসবুকে বিভিন্ন ধরনের কনটেন্ট বানাচ্ছে। চিপ মেন্টালিটির কনটেন্ট না বানিয়ে বইপাঠের রিভিউ এবং সৃজনশীল কাজের কনটেন্ট তৈরি করলে শিক্ষার্থীরা আরো সমৃদ্ধ হতে পারে। প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা নানা ধরনের জিনিস তৈরি করছে। সে সকল বিষয়ের কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে পারে। এতে করে অন্য শিক্ষার্থীরা উৎসাহিত হবে।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইনচার্জ দেবজ্যোতি মন্ডল জানান, ফেনীতে ৫ দিনব্যাপী বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলমান থাকবে। মেলায় উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, প্রবন্ধের বই, নাটকের বই, জীবন গ্রন্থ থেকে নির্মিত বই, দর্শন, বিজ্ঞান, ভৌতিক উপন্যাস, রূপকথা, স্বাস্থ্য চিকিৎসা, রান্না ও ব্যায়াম বিষয়ক বই, কম্পিউটার ও ভাষা বিষয়ক বইসহ প্রায় দশ হাজার বই রয়েছে। সকল ধরনের পাঠকের জন্য ২৫ থেকে ৩০ শতাংশ ছাড়ে বই বিক্রি করা হচ্ছে। এছাড়া বিশেষ প্রতিষ্ঠান ও সংগঠনের জন্য থেকে ৩০ থেকে ৩৫ শতাংশ ছাড়ে বই বিক্রি করা হচ্ছে।
মেলায় ঘুরতে আসা বইপ্রেমী ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা বিনতে খায়ের বলেন, ‘আমার বই পড়তে ভালো লাগে, মেলা হচ্ছে জেনে নতুন নতুন বই পড়তে ও কিনতে এসেছি’।
ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশরাফ বিন নিজাম বলেন, ‘মেলায় মাত্র এসেছি, পছন্দের বইগুলো আমি খুঁজে দেখছি। আমার বন্ধুদেরও বইমেলায় আসতে উৎসাহিত করবো।’
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা সংগঠক মো: মনিরুজ্জামান বলেন, পাঁচ দিনব্যাপী বই মেলা উপলক্ষে আগামী ১৮ মে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৯ মে মেলার সমাপনী দিন বিকেলে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”