স্টাফ রিপোর্টার :
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সাধারণ সম্পাদক ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার গণতন্ত্র, মানবিক, ফুলে ফসলে গড়া বাংলাদেশ গড়বার জন্যে একান্তভাবে ঐকান্তিক ইচ্ছাপোষণ করে। বর্তমান মহাজোট সরকার কৃষিবান্ধব, জনবান্ধব ও শ্রমবান্ধব সরকার। জনগণের অধিকার রক্ষার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে এ সরকার। এজন্যই উন্নয়নের ধারা অব্যাহত আছে। দেশের মানুষের জন্য বর্তমান সরকার অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থান নিশ্চিত করেছে। আজকে বাংলাদেশ খাদ্যে শস্যে স্বয়ংসম্পূর্ণ, বিশ্বে পোষাক রপ্তানিতে দ্বিতীয় ও মাছ চাষে চতুর্থ বাংলাদেশ। বাঙ্গালি হিসেবে গর্ব করি আমরা। তিনি বলেন, পৃথিবীতে সম্মানজনক নেতা হিসেবে প্রমাণিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার কাজ তার কর্ম এ সমস্ত কিছু প্রমাণিত করেছে তিনি একজন সত্যিকারের জনবান্ধব সরকার। তাই বলতে চাই শেখ হাসিনার সরকার বারবার দরকার।
তিনি বলেন, বর্তমানে দেশে একটি যুদ্ধ চলছে। সে যুদ্ধটি হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাস ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, বাংলাদেশ যারা মানেনা, একাত্তরে পরাজিত যে শক্তি ২৫ মার্চ কালো রাত ও ৩০ লাখ শহীদদের যারা মানেনা, ৭৫’র ১৫ আগস্ট যারা মানেনা তাদের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই। এ লড়াইয়ে সোচ্চার হতে হবে, শেষতক নিয়ে যেতে হবে, এ লড়াইয়ে অবশ্য অবশ্যই জয়লাভ করতে হবে। হয় মৃত্যু না হয় জয়, এছাড়া মাঝখানে কোনো জায়গা নেই।
তিনি আগামী জাতীয় নির্বাচন নিয়ে কেউ যদি এ গোষ্ঠীকে নিয়ে খেলা খেলতে চায় তাদেরকে হুঁশিয়ারি করে বলেন, বাংলাদেশকে রক্ষা করতে জঙ্গিবাদ, সন্ত্রাসী, যুদ্ধাপরাধী এ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, আজকে এ শক্তিকে মদদ দিচ্ছে বিএনপি ও জামায়াত।
তিনি আরো বলেন, খালেদা জিয়া কিছুদিন আগে বলেছিলেন ৩০ লাখ লোক কি শহীদ হয়েছে? এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ও স্বাধীনতার প্রতি অবমাননা করেছেন। তিনি খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেছেন, অবিলম্বে এ ধরনের কথা বন্ধ করে মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ সেই রাজনীতির পক্ষে আসার চেষ্টা করুন। তা না হলে বাংলার মাটিতে অপরাজনীতির আর জায়গা নেই।
তিনি বিএনপি জামায়াত গোষ্ঠীর উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে যদি রাজনীতি করতে চান বাংলাদেশের সংবিধান মানতে হবে, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটি মানতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের মাটিতে মিউজিক্যাল চেয়ার খেলা চলবে না। একবার মুক্তিযোদ্ধা, একবার রাজাকার ক্ষমতার এ খেলা পরিচালিত হোক এটা আমরা চাই না। বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করবার জন্য ও রক্ষা করবার জন্য একটি শক্তিই সেটি হলো মুক্তিযুদ্ধের শক্তি।
মঙ্গলবার (২৫ এপ্রিল) ছাগলনাইয়ায় অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি ছাগলনাইয়া ডাকবাংলোয় ১৬জন গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান ও ৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য চেক বিতরণ করেন। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা ফাতেমা চৌধুরী।
একইদিন তিনি পরশুরাম উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ, মসজিদ, মন্দির উন্নয়নের জন্য এবং দুঃস্থ অসহায় মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা কৃষি অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম, জেলা জাসদ ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, যুগ্ম সম্পাদক আবদুল মোমিন মজুমদার বাবুল, বিনোদ বিহারী বিশ্বাস ভানুসহ আওয়ামী লীগ ও জাসদের নেতৃবৃন্দ।
পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ভূক্ত (২য় পর্যায়) ৫০% উন্নয়ন সহায়তায় (ভর্তুকিতে) কম্বাইন হার্ভেস্টার নামক কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়। বিতরনকৃত কম্বাইন হার্ভেস্টরের মাধ্যমে একইসাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তা বন্দি করা যাবে। এতে ফসল উৎপাদনে শ্রমিক খরচ কম হওয়ার পাশাপাশি কৃষক লাভবান হবে। কম্বাইন হার্ভেস্টারটি গ্রহন করেন কৃষক মোঃ লিটন।এর আগে সোমবার (২৪ এপ্রিল) ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনেও গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান ও ৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য চেক প্রদান করেন।
জানা যায়, শিরীন আখতার এমপির ঐচ্ছিক তহবিল থেকে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরামে সর্বমোট পাঁচ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”