নিজস্ব প্রতিবেদক :
ফেনীতে অপহরণ ছিনতাই ও ডাকাতির
প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৮ মে) শহরের স্টেশন রোড ও বিরিঞ্চি এলাকা এবং জেলার ফুলগাজী উপজেলার স্বর্ণপট্টি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এদিন জেলা গোয়েন্দা পুলিশের গণঅভিযান ফুলগাজী উপজেলার ০১ নং ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডস্থ স্বর্ণপট্টি সংলগ্ন নতুন ব্রীজের উপর ১১/১২ জনের একটি ডাকাতদল অস্ত্রশস্ত্র নিয়া স্বর্ণপট্টির স্বণের দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হইয়া ডাকাতির প্রস্তুতি নেয়।
এসময় কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইষ্টগ্রাম এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ সোহেল(৩০) (বর্তমানে কালামুড়িয়া, পশ্চিম পাড়া, মাজার বাড়ী, কসবা, ব্রাহ্মণবাড়িয়া), মুরাদনগর উপজেলার কামেল্লা সাবের আলীর বাড়ী গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মোঃ পারভেজ(২৭), (বর্তমানে নতুন ব্রীজ, ১৯নং ওয়ার্ড, বাকলিয়া, চট্টগ্রাম) কে গ্রেপ্তার করেন। বাকীরা পালাইয়া যায়। আসামীদের হেফাজত হইতে একটি লোহার তৈরি ছোরা, একটি স্টিলের টিপ ছোরা, একটি চাপাতি উদ্ধার করা হয়।
এদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন অপরাধে অস্ত্র, ডাকাতি, স্বর্নের দোকান চুরির ১৪টি মামলা এবং আসামী পারভেজের বিরুদ্ধে ০২টি মামলার তথ্য পাওয়া গেছে ।এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে একইদিন ফেনী শহরের বিরিঞ্চি ও স্টেশন রোড থেকে ছিনতাই ও অপহরণের ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
এরা হলেন, ফেনী শহরের বিরিঞ্চি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো: মাইনুদ্দিন (৩৫),মৃত আঃ জলিলের ছেলে আঃ মমিন (৪২),দক্ষিন সহদেবপুর এলাকার মহিন চন্দ্র দাশের ছেলে কিশোর কুমার বাবলু (৪৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬মে সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার দিকে বাদী মোঃ আরিফুল ইসলাম (৩৭) নিজ বাসা হতে বন্ধুর সাথে দেখা করার উদ্দেশ্যে শহরের একাডেমি রোডস্থ ফারুক হোটেলের সামনে পৌঁছাইলে ধৃত আসামীগণ বাদীকে দেশী অস্ত্রের ভয় দেখাইয়া জোরপূর্বক একটি সিএনজিতে তুলিয়া বিরিঞ্চি এলাকার একটি অজ্ঞাতনামা কক্ষে আটক করিয়া তাহার নিকট হতে ০২ লক্ষ টাকা চাঁদা দাবীসহ মারধর করিয়া সঙ্গে থাকা ১০০ ওমানি রিয়েল, নগদ ১৭হাজার এবং বিকাশের মাধ্যমে ১০হাজার টাকা নিয়া মারধর করে ছেড়ে দেয়।
পরবর্তীতে ধৃত আসামীগণ গত ২৭মে দুপুর অনুমান ১২ ঘটিকার দিকে জনৈক নয়ন দাশ (৩৪) কে শহরের বিরিঞ্চি সাকিনস্থ রেলগেইটের উত্তর পার্শ্বে সত্যসারথী খেলাঘরের সামনে পৌঁছাইলে ধৃত আসামীগণ তাহার পথরোধ করিয়া দেশীয় অস্ত্রের ভয় দেখাইয়া তাহার নিকট হতে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন (যাহার মূল্য অনুমান ৮০ হাজার টাকা এবং অপর আরেক জন আসামী গলায় থাকা একটি চার আনা ওজনের স্বর্ণের চেইন (যাহার মূল্য অনুমান ৪০ হাজার টাকা এবং তাহার পিছনের পকেটে থাকা মানিব্যাগে রক্ষিত টাকা ও বিভিন্ন কাগজপত্রাদি ছিনাইয়া নেয়।
এই ঘটনায় জনৈক নয়ন দাস স্থানীয় লোকজনের সহায়তায় কিশোর কুমার বাবলু (৪৫) কে সনাক্ত করিলে পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর নেতৃত্বে ফেনী মডেল থানা পুলিশ ছিনতাইকারী কিশোর কুমার বাবলুর বাসায় অভিযান পরিচালনা করিয়া বর্ণিত সকল আসামীকে ধৃত করেন এবং ধৃত আসামী বাবলুর নিকট হতে জনৈক নয়ন দাশের ছিনতাইকৃত মোবাইল ফোন ও আসামীদের হেফাযতে থাকা দুটি ছোরা, ০১টি চাপাতি, ০১টি কথিত হ্যান্ডক্যাপের চামড়ার ব্যাগ উদ্ধার পূর্বক জব্দ করেন।
এই বিষয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে জনৈক নয়ন দাশ মামলা রুজুর প্রার্থনা করিলে এই সংক্রান্তে ফেনী মডেল থানার মামলা নং-৬৫, তারিখ-২৮/০৫/২০২৫ইং, ধারা-৩৯৪ দঃ বিঃ এবং বাদী মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করিলে ফেনী মডেল থানার মামলা নং-৬৬, তারিখ-২৮/০৫/২০২৫ইং,ধারা-৩৬৫/৩৮৫/৩৮৬/৫০৬ দঃ বিঃ রুজু করা হয়। বর্ণিত ঘটনার অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিং ত্রিপুরা এবং ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”