স্টাফ রিপোর্টার:
ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া বণিক পাড়ার ডাক্তার বাড়ির বাসিন্দা বিপ্লব কান্তি দত্তের পুত্র বিমান দত্ত ফেনীর এক ব্যবসায়ীর দেনা টাকা পরিশোধ না করে উল্টো পাওনাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। একই সাথে পাওনাদারকে প্রাণ নাশের ও ভারতীয় এম্বেসির মাধ্যমে শায়েস্তা করার হুমকি দিচ্ছে বলে শনিবার (৩১ মে) ফেনী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তাজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে প্রদত্ত লিখিত অভিযোগ সূত্রে জানান, ফুলগাজীর বাসিন্দা লক্ষ্মীপুর কারাগারে কর্মরত সাসপেন্ডেড কারারক্ষী (কারারক্ষী নং-২৩৪৭৪) বিমান দত্ত। তার পিতা বিপ্লব কান্তি দত্ত। এই বিপ্লব কান্তি দত্ত ফুলগাজী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি। এই সাইনবোর্ড ব্যবহার করে হেন অপকর্ম নেই যা তারা করছে না। এ ব্যাপারে জেলা পূজা উদযাপন কমিটি ও জেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, তাদের পিতা পুত্রের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েকটি শালিশ তাঁরা করেছেন। ফেনী শহরের দাউদপুর কাঁচাবাজার সংলগ্ন ‘এমিটি এগ্রো’ নামীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা তাদের গরুর ফার্মের জন্য গোখাদ্য ক্রয় করেন। একজন সৎ কারারক্ষী ও তদীয় পিতা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচয় দিয়ে লাখ লাখ টাকার মালামাল নিয়ে যান। ব্যবসায়ী তাজুল ইসলামও সরল বিশ্বাসে বাকীতে মাল বিক্রি করেন। প্রায় সাত লাখ টাকা বকেয়া করে টাকা পরিশোধ বন্ধ করে দেন। এ নিয়ে ফেনী মডেল থানায় এসআই নাজিম এর তত্ত্বাবধানে গত ২২ মার্চ সালিশ বৈঠক বসে। উক্ত তারিখে সুরাহা না হওয়ায় ৫ এপ্রিল পুনরায় বৈঠকের দিন ধার্য করে। কিন্তু উক্ত বৈঠকে বিমান দত্ত ও তার পিতা বিপ্লব কান্তি দত্ত অনুপস্থিত থাকেন এবং মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন।
পরবর্তীতে টাকা পরিশোধ না করে বিভিন্নভাবে হুমকি ধমকি দেন। এক পর্যায়ে তারা টাকা দিবে না বলে হুমকি ধমকি দিতে থাকেন। বিমান দত্ত বলেন , আমি একজন কারারক্ষী, টাকা চাইলে সবগুলোকে জেলে ভরে দেব। আমার বাবা পূজা কমিটির উপজেলা সভাপতি। বেশী টাকা টাকা করলে জানে মেরে ফেলবো। সংবাদ সম্মেলনে তাজুল বলেন, বিমান দত্তের সাথে নাকি ভারতীয় এম্বেসির যোগাযোগ আছে। বেশি টাকা টাকা করলে এম্বিসির মাধ্যমে প্রশাসনকে ব্যবহার করে সব কটাকে জেলের ভাত খাওয়াই ছাড়বে। এছাড়া বিএনপি জামায়াতের নেতারা নাকি তাদের হাতে আছে। তাদেরকে দিয়ে ব্যবসায়ীকে জানে মেরে ফেলবে বলেও আস্ফালন করছে। এত কিছুর পরও পাওনাদারেরা বাধ্য হয়ে টাকা চাইলে এই বিমান দত্ত দেনা টাকা আত্মসাতের অভিপ্রায়ে পাওনাদারের নামে উল্টো টাকা পাওয়ার অভিযোগ এনে মামলা করে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই তাজুল ইসলাম তার বকেয়া পাওনা টাকা উদ্ধারে এবং যান-মালের নিরাপত্তা চেয়ে সাংবাদিকদের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সংশ্লিষ্টদের যথাযথ সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাজুল ইসলামের বন্ধু মোহাম্মদ তারেক, তানভীরুল ইসলাম ও আবদুল্লাহ আল বায়োজিদ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”