স্টাফ রিপোর্টার:
দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফেনী জেলা শাখার নির্বাচন রোববার (১ জুন) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম শামছুল হক চৌধুরী সভাপতি ও ফকিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং আলমগীর চৌধুরী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৬৫ পদের মধ্যে হারুন-আলমগীর প্যানেলের সাধারণ সম্পাদকসহ ৫১ জন ও শামছুল-আলম প্যানেলের সভাপতিসহ ১৪জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন:- সহ-সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী প্রাপ্ত ভোট ২৩২ (১ম), মোহাম্মদ শহীদ উল্যাহ ভূঁঞা প্রাপ্ত ভোট ২০৯ (২য়), মোঃ রফিকুল বারী প্রাপ্ত ভোট ২০২ (৩য়), মোহাম্মদ মিজানুর রহমান প্রাপ্ত ভোট ১৯৬ (৪র্থ), মোহাম্মদ আলমগীর আলম ভূঁঞা প্রাপ্ত ভোট ১৯২ (৫ম), বেলাল আহমেদ পাটোয়ারী প্রাপ্ত ভোট ১৮৯ (৬ষ্ঠ), মোহাম্মদ নূর উল্যাহ প্রাপ্ত ভোট ১৮৮ (৭ম), হাবিবুর রহমান মজুমদার প্রাপ্ত ভোট ১৮৭ (৮ম), গোপাল চন্দ্র দাস প্রাপ্ত ভোট ১৮৫ (৯ম), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রাপ্ত ভোট ২১২, মোঃ আবদুল মান্নান প্রাপ্ত ভোট ২০৫, সাংগঠনিক সম্পাদক আনম মহি উদ্দিন প্রাপ্ত ভোট ২০৩, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রাপ্ত ভোট ১৯৭, অর্থ সম্পাদক খিজির আহমদ প্রাপ্ত ভোট ১৪৮, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর উদ্দিন প্রাপ্ত ভোট ২২৬, শিক্ষা গবেষণা সম্পাদক মোহাম্মদ নুরুন নবী প্রাপ্ত ভোট ২২৬, দপ্তর সম্পাদক একেএম মনির আহম্মদ ভূঁঞা প্রাপ্ত ভোট ২১১, আইন সম্পাদক মোঃ ইউসুফ ভূঁইয়া প্রাপ্ত ভোট ২৩৬, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রফিকুল ইসলাম প্রাপ্ত ভোট ২১৬, সমাজকল্যাণ সম্পাদক শেখ তাজ উদ্দিন প্রাপ্ত ভোট ২১৫, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান প্রাপ্ত ভোট ১৮৫, মহিলা সম্পাদক রাশেদা আক্তার খানম প্রাপ্ত ভোট ২৩০, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আশ্রাফুল ইসলাম তাহেরী প্রাপ্ত ভোট ২২৫, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাহারুল হক প্রাপ্ত ভোট ১৯১, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কোহিনুর আলম প্রাপ্ত ভোট ২১৬, সহ- শিক্ষা ও গবেষণা সম্পাদক এ.কে.এম জহির উদ্দিন প্রাপ্ত ভোট ২২৩, সহ-দপ্তর সম্পাদক মোঃ ওবায়েদ উল্যা প্রাপ্ত ভোট ২২৭, সহ-আইন সম্পাদক মোঃ আবুল কাশেম প্রাপ্ত ভোট ২০৫, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিফুর রহমান প্রাপ্ত ভোট ২১৩, সহ-সমাজকল্যাণ সম্পাদক শাহাদাত হোসেন প্রাপ্ত ভোট ২৪০, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবদুল মোতালেব ভূঁঞা প্রাপ্ত ভোট ২২২, সহ-মহিলা সম্পাদক রাশিদা আক্তার প্রাপ্ত ভোট ২১৬।
সদস্য পদে বিজয়ী জহিরুল আলম প্রাপ্ত ভোট ২২৫ (১ম), মহি উদ্দিন আহাম্মদ প্রাপ্ত ভোট-২২২ (২য়), জয়নাল আবেদীন (৩য়), প্রাপ্ত ভোট-২২০, মো. করিমুল হক প্রাপ্ত ভোট ২১৫ (৪র্থ), মোহাম্মদ আনোয়ার শাহাদাত প্রাপ্ত ভোট ২১২ (৫ম), মোঃ মজিবুর রহমান, প্রাপ্ত ভোট ২০৯ (৬ষ্ঠ), মোহাম্মদ শাহ এমরান ভূঁঞা প্রাপ্ত ভোট ২০৬ (৭ম), মোহাম্মদ আবু ইউসুফ প্রাপ্ত ভোট ২০৩ (৮ম), মোহাম্মদ মহি উদ্দিন প্রাপ্ত ভোট ২০০ (৯ম), এ.এস.এম গোলাম শহীদ প্রাপ্ত ভোট ১৯৯ (১০ম), বিপ্লব কুমার ভৌমিক প্রাপ্ত ভোট ১৯৮ (১১তম), মোঃ সাহাব উদ্দিন প্রাপ্ত ভোট ১৯৮ (১২তম), নুর করিম প্রাপ্ত ভোট ১৯৮ (১৩তম), লুনা ফেরদৌস প্রাপ্ত ভোট-১৯৫ (১৪তম), জহিরুল আবেদিন প্রাপ্ত ভোট ১৯৫ (১৫তম), মিঠুন চক্রবর্ত্তী প্রাপ্ত ভোট ১৯৪ (১৬তম), মোহাম্মদ আবুল কাশেম প্রাপ্ত ভোট ১৯৪ (১৭তম), হরে কৃষ্ণ বসাক প্রাপ্ত ভোট ১৯৩ (১৮তম), মোহাম্মদ সামছুল হক প্রাপ্ত ভোট ১৯১ (১৯তম), মিজানুর রহমান প্রাপ্ত ভোট ১৯১ (২০তম), নাছির আহাম্মদ প্রাপ্ত ভোট ১৮৮ (২১তম), মোহাম্মদ রেজাউল করিম প্রাপ্ত ভোট ১৮৮ (২২তম), এ.কে.এম মুনিরুল আলম প্রাপ্ত ভোট ১৮৮ (২৩), মু. আবদুল মান্নান প্রাপ্ত ভোট-১৮৭ (২৪তম), আবদুল গফুর প্রাপ্ত ভোট ১৮৭ (২৫তম), শম্ভু পদ দে প্রাপ্ত ভোট ১৮৭ (২৬তম), মাহবুবুল হক প্রাপ্ত ভোট ১৮৭ (২৭তম), মো. অহিদুল ইসলাম প্রাপ্ত ভোট ১৮৬ (২৮তম), আতিকুল ইসলাম প্রাপ্ত ভোট ১৮৬, (২৯তম), এটিএম শরিফুল ইসলাম প্রাপ্ত ভোট ১৮৫ (৩০তম) ও জাহাঙ্গীর আলম প্রাপ্ত ভোট ১৮৫ (৩১তম)।
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উক্ত নির্বাচনের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার ও উল্লেখিতদের নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী ভোটারসহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নানা জটিলতায় দীর্ঘ ১৫ বছর শিক্ষকরা অবসরকালীন সুবিধা পাননি। নবনির্বাচিতরা দায়িত্ব গ্রহণ করেই শিক্ষকদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করবো এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আগামী দিনে সমিতির কর্মকান্ড পরিচালনা করবো।
উল্লেখ যে, রোববার ফেনী মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা শিক্ষক সমিতির (বিটিএ) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনায় ফলাফল প্রকাশে রাত ১টা বেজে যায়। শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শিমুল কান্তি মহাজন রিটার্নিং কর্মকর্তা ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”