স্টাফ রিপোর্টার:
ফেনী পৌরসভার ১৮ নং ওয়ার্ডের বাসিন্দারা ৪ যুবকের অত্যাচার, চাঁদাবাজি, হামলা, মামলা ও জবরদখলে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছেন। মঙ্গলবার বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ওই এলাকার শতাধিক ব্যক্তি উপস্থিত হয়ে অত্যাচারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত ওই এলাকার বখাটে ও ফ্যাসিবাদের দোসর রিয়াজ উদ্দিন মজুমদার টুটু, তার ভাই সাইফ উদ্দিন মজুমদার মঞ্জু, তৌফিকুল আলম মজুমদার শিশু ও আরিফ উদ্দিন মজুমদার মিনার ১৮ নং ওয়ার্ড এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের চাঁদাবাজী, মিথ্যা মামলা ও জবর দখলে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। আইনকে তোয়াক্কা না করে জোরপূর্বক জবরদখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে । আদালতের নির্দেশও মানে না। আবার তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থাও নিচ্ছে না। তাই এলাকাবাসী নিরুপায় হয়ে মানববন্ধনের আয়োজন করেছে।
মানববন্ধনে স্থানীয় বিলকিছ আক্তার বলেন, এসব ব্যক্তি আওয়ামী লীগের সময়ে নানা অপরাধ করে বেড়াতেন। গণঅভ্যূত্থানের পর তারা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় আমাদেরকে মামলা দিয়ে হয়রানী করছে। আমার মেয়ে স্কুলে যেতে ভয় পাচ্ছে। সব সময় আমরা দুশ্চিন্তায় রয়েছি।
স্থানীয় নজরুল ইসলাম বলেন, আমরা ২০/৩০ জন মিলে সমিতির মাধ্যমে একটি জায়গা কিনেছি। সেখানে কাজ করতে গেলেই ওই এলাকার দুষ্টচক্র আমাদের বাধা দেয়। চাঁদা না দিলে তারা কাজ করতে দেবে না বলে জানিয়ে দিয়েছে। এমতাবস্থায় আমরা নিজেদের জায়গায় যেতে ভয় পাচ্ছি।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ভুক্তভোগী জহিরুল ইসলাম হৃদয়, মোহাম্মদ জাকের স্বপন, আবসার হোসেন, আমির হোসেনের স্ত্রী বিলকিস আক্তার, মিজানের স্ত্রী আসমা আক্তার ও ইকবাল হাওলাদারের স্ত্রী লাইজু আক্তার। এছাড়াও মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার নারী ও পুরুষ অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসব দুষ্টচক্রের প্রতিকার দাবী করে তাদের গ্রেপ্তারের অনুরোধ জানিয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”