নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা থেকে রাজাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। গত ৩ জুন ২০২৫ তারিখে জারিকৃত অফিস আদেশে (স্মারক: বা/মাশিবো/প্রশা/৩৩১২৫১০৬৫৪৩১/১০৮৫৬৫) জানানো হয়, মাদ্রাসা পরিচালনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দিল মোহাম্মদ।
দিল মোহাম্মদ দিদার রাজাপুর হাই স্কুল এন্ড কলেজ ও ফেনী পাবলিক কলেজ থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে যথাক্রমে এস.এস.সি ও এইচ.এস.সি পাশ করেন। পরবর্তীতে সরকারি তিতুমীর কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি সফলতার সঙ্গে সম্পন্ন করেন।
Bangladesh Petrochemical Company Limited (BPCL)-এ HUB In-charge হিসেবে কর্মরত থেকে তিনি চাকুরী জীবন শুরু করেন।
বর্তমানে তিনি Multimode Group এ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
কর্মজীবনের পাশাপাশি তিনি একজন মানবিক সমাজসেবক। করোনা মহামারীর সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
২০২৪ সালে ফেনীর ভয়াবহ বন্যায় অসহায় মানুষের সহায়তায় সক্রিয় ভূমিকা রেখেছেন।
দিল মোহাম্মদ দিদার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
অন্যতম সংগঠক–
তিনি ভয়েস অব ফেনী ফাউন্ডেশন
সদস্য ও সংগঠক –
রাজাপুর হাই স্কুল এন্ড কলেজ এক্স-স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
সম্মানিত উপদেষ্টা–
তিতুমীর কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ফেনী।
প্রধান উপদেষ্টা – আশ্রাফ ভূঁইয়া জামে মসজিদ।
সচেতন এলাকাবাসী ও তরুণ যুবক সমাজ জানান, দিল মোহাম্মদ দিদার একজন শিক্ষিত,সংগঠক ও সমাজসেবক, তিনি তার মেধা, নিষ্ঠা ও নেতৃত্বের মাধ্যমে রাজাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন, যা এলাকাবাসী ও শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার পর দিল মোহাম্মদ বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানটি একটি প্রাচীন ও সুনামধন্য মাদ্রাসা। আমি যেন ন্যায়, নিষ্ঠা ও স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালন করতে পারি, সেই প্রত্যাশায় সবার দোয়া চাই।”
ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার অন্তর্গত এ শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বিধি অনুযায়ী কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে ২০০৯ সালের ৩৯ নং অধ্যাদেশের আলোকে। কমিটি আগামী ৬ জুন ২০২৫ থেকে কার্যকর হবে এবং পরবর্তী সময় পর্যন্ত দায়িত্ব পালন করবে।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের আদেশ মোতাবেক
নতুন কমিটিতে অভিভাবক সদস্য হয়েছেন মোঃ রেজাউল আহমদ, সাধারণ শিক্ষক সদস্য মোঃ ইমাম হোসেন এবং পদাধিকার বলে সদস্য সচিব হয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা নূর নবী।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত কমিটি মাদ্রাসার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করবে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহায়তায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য দায়বদ্ধ থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নির্ধারিত নিয়মে সময়ানুবর্তীভাবে ম্যানেজিং কমিটি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। রাজাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন কমিটিও সেই ধারাবাহিকতা বজায় রেখে গঠিত হলো।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”