স্টাফ রিপোর্টার:
ফেনীর ছাগলনাইয়ায় ঈদের সারাদিন বিভিন্ন গ্রাম-গঞ্জ থেকে চামড়া সংগ্রহ করেন স্থানীয় ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা। শহরের বড় ব্যবসায়ীদের হাতে চামড়া বিক্রির আশায় সেগুলো একত্রে করলেও দুদিনেও মেলেনি কোনো চামড়া ক্রেতার দেখা। এতে একপ্রকার বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
রোববার (৮ জুন) পর্যন্ত ছাগলনাইয়া পৌর শহরে দেখা মেলেনি কোরবানির চামড়া ক্রেতাদের।
এতে স্থানীয় ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, এবার আমরা চামড়া ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে পড়েছি। বিগত ১৫ বছর ধরে লোকসান টানতে হয়েছে চামড়ার ব্যবসায়। বিশেষ করে আওয়ামী লীগ শাসনামলে চামড়া ব্যবসা চলে যায় প্রভাবশালীদের হাতে।
স্থানীয় চামড়া ব্যবসায়ী সুজন মিয়া বলেন, ঈদের দিন কর্মচারী খাটিয়ে গ্রাম-গঞ্জ থেকে চামড়া সংগ্রহ করে একত্রিত করলেও কোনো ধরনের ক্রেতা বা ব্যবসায়ী মিলছে না। ধারণা করছি, কোনো বড় ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে। দু-দিন হতে চলছে এখন পর্যন্ত কোনো চামড়া ব্যবসায়ী আমাদের কাছ থেকে চামড়া কিনতে আসেনি। মনে হচ্ছে, আজকে দুপুরের মধ্যে যদি কোনো ক্রেতা ব্যবসায়ী না পাওয়া যায় তাহলে জঙ্গলে অথবা নদীতে কোরবানির পশুর চামড়া ফেলে দিয়ে আসতে হবে।
এদিকে ফেনীতে কোরবানির পশুর চামড়া সরকারের দেওয়া দাম ১০৫০ টাকা নির্ধারণ করলে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা ৭-৮শ টাকা করে খুচরা ক্রয় করেছেন বলে জানা যায়।
ফেনী ৪-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এবার বাংলাদেশের কোরবানির পশুর চামড়ার ওপর বিশেষ নজর রাখছে বিজিবি। কারণ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে- প্রতিবার সিন্ডিকেট করে কোরবানির পশুর চামড়া ভারতে পাচার হয়ে যায়। তাই এবার নজরদারিতে রাখা হয়েছে। তবে ঈদের পরের দিন রোববার শুনতে পাচ্ছি কোনো ধরনের চামড়া ব্যবসায়ী এখন পর্যন্ত চামড়া কিনতে আসেনি তাই স্থানীয় চামড়া ব্যবসায়ীরা বিপাকে রয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”