সদর প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক ঘোষিত রিকশা প্রতীকের ফেনী-২ সদর আসনে মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং রিকশা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন। এসময় মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া বলেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হলে সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবে। কারো প্রতি জুলুম করা হবে না, অপরাধ বন্ধ হবে এবং সুশাসন প্রতিষ্ঠা হবে। তাই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠায় আল্লামা মামুনুল হকের আহবানে সাড়া দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে রিকশা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি রিকশা প্রতীকের ফেনী-১ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নাজমুল আলম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ক্বারি আবু বকর ছিদ্দিক, সদর উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী মাসুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ফেনী জেলা সভাপতি ইসহাক ভূঁইয়া, যুব মজলিসের জেলা সহ সভাপতি মাওলানা মোরশেদ আলম, বাংলাদেশ খেলাফত মজলিস শর্শদি ইউনিয়ন সভাপতি মাওলানা তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা খলিল, মাওলানা ইয়াসিন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ আরমান, শামসুল হুদা আকাশ ও মুহাম্মদ একরামসহসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ যে, ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণ সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা আল্লামা মামুনুল হক ফেনীর তিনটি আসনে রিকশা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের হাতে দলীয় প্রতীক তুলে দেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”