নিজস্ব প্রতিবেদক :
ফেনীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও ছানী অপারেশন ক্যাম্পে প্রায় দুই হাজার চার শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ জুন) ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে দিনব্যাপি এ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেন, লায়ন্স এর রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া, লায়ন্স রিজিয়ন চেয়ারপার্সন (ভিশন ) লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল এবং জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা আদালতের জিপি লায়ন এডভোকেট নুরুল আমিন খান।
ফেনী মুহুরী লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মো: ওমর ফারুক মজুমদারের সভাপতিত্বে এবং লায়ন সৈয়দ আশ্রাফুল ইসলাম আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চক্ষু শিবিরের বাস্তবায়ন কমিটির আহবায়ক লায়ন দ্বীন মোহাম্মদ, সহ -আহবায়ক লায়ন অধ্যাপক ফারুক আহম্মদ, সদস্য সচিব লায়ন অধ্যাপক মোর্শেদ হোসেন প্রমূখ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন এডভোকেট নুরুল ইসলাম মজুমদার সোহাগ, ফেনী লায়নের প্রতিষ্ঠাতা, ডিবিসির জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া,লায়ন কফিল উদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া, লায়ন কামরুল ইসলাম লিটন,লায়ন নাসির উদ্দিন রোমেল, লায়ন পলাশ সূত্রধর, লায়ন দীন মোহাম্মদ, লায়ন আব্দুল মান্নান, লায়ন আব্দুল মুহিত এপোলো, লায়ন সাহেদা আক্তার, লায়ন আনিসুল হক দিদার, লায়ন মহি উদ্দিন রাসেল, লায়ন আব্দুল মতুজ্যা রাতুল, লায়ন সৈয়দ রইসুল ইসলাম রিমন প্রমূখ।
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব
ইন্টারন্যাশনালের আওতাধীন ফেনী লায়ন্স ফ্যামিলির অন্তর্ভুক্ত ক্লাবসমূহ: ফেনী মুহুরী লায়ন্স ক্লাব, ফেনী সিটি ক্লাব, ফেনী সেন্ট্রাল ক্লাব ও ফেনী অর্কিড লায়ন্স কাবের উদ্যোগে এ আয়োজন।
উল্লেখ্য যে, আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবিরে ঢাকাস্থ লায়ন্স আই হাসপাতালের ছয়জন অভিজ্ঞ চিকিৎসক দিনব্যাপি দুই হাজার চার শত রোগীকে চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করেন। এসব রোগীদের মধ্যে প্রায় তিন শতাধিক দুঃস্থ রোগীকে বিনামুল্যে চশমা ও ঔষধ প্রদান করা হয়। এদের মধ্যে তিন শত বিশ জন রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামুল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”