সংবাদদাতা:
বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের উন্নয়নের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণে অল ইউরোপ আন্তর্জাতিক কমিটি গঠিত হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ রেজাউল কবির দীপু ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আল আমিন (সম্রাট) এই কমিটির অনুমোদন দেন। শহীদ জিয়া স্মৃতি সংসদের নবগঠিত কমিটিতে ফেনীর কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক পর্তুগালে বসবাসরত মোঃ নুর আলম (সাইফুল খাঁন) কে সভাপতি ও জার্মানীতে বসবাসরত দেলোয়ার হোসেন নিজামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি গাজী মনির (ডেনমার্ক), সহ-সভাপতি ইলিয়াস কাজল (ফ্রান্স), মোঃ মনির (স্পেন), কাজল আহম্মেদ (পর্তুগাল), মোঃ হাবিব (সুইজারল্যান্ড), সায়েদ আহমদ সুইট (পর্তুগাল), মোহাম্মদ মনির (স্পেন), মোহাম্মদ লাভলু (পর্তুগাল), ইউসুফ তালুকদার (পর্তুগাল), সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্না (সুইজারল্যান্ড), মোহাম্মদ গাজী (ফিনল্যান্ড), সুমন (ফ্রান্স), ফেরদৌস মিতা (পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন (বেলজিয়াম), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (পর্তুগাল), মোহাম্মদ ফজলুল হক (বাহাদুর) (ইটালি), হোসাইন রনি (পর্তুগাল), সদস্য আজিম (সুইডেন), সরোয়ার জাহান (পর্তুগাল), মোঃ নুরুল আফছার (ইটালি), আব্দুর শহীদ সোহাগ (ইটালী), গিয়াস উদ্দিন (গ্রিস), দেলোয়ার হোসেন (ইটালী), আজিম (সুইডেন), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (পর্তুগাল), আরিফ ইকবাল (ফ্রান্স), মোহাম্মদ খোকন (গ্রিস), মোহাম্মদ নজরুল ইসলাম (স্পেন), মোঃ শাকিল (পোল্যান্ড), জয়নাল আবেদীন (পর্তুগাল), হেলাল (অস্ট্রিয়া), মোহাম্মদ জসিম (বুলগেরিয়া), আরিফুর রহমান সোহাগ (জার্মান), ইব্রাহিম মামুদ (ফ্রান্স), মোহাম্মদ আসাদুজ্জামান (মাল্টা), মোহাম্মদ শরীফ (পোল্যান্ড), মোহাম্মদ জামাল (আয়ারল্যান্ড) মোহাম্মদ রহিম (আয়ারল্যান্ড), মোহাম্মদ নিরব (গ্রিস)। নবগঠিত কমিটির সভাপতি মোঃ নুর আলম (সাইফুল খাঁন) শহীদ জিয়া স্মৃতি সংসদ অল ইউরোপ আন্তর্জাতিক কমিটি অনুমোদন দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সকলের সার্বিক সহযোগিতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’র আদর্শে উজ্জীবিত হয়ে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার বাস্তবায়নে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন