সংবাদদাতা:
ফেনীর দাগনভূঞায় এক ভারতীয় নাগরিকের নামে ভুয়া দলিল তৈরি করে জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রশিক শেখর ভৌমিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। বুধবার (২৫ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার আমান উল্যাপুর গ্রামের বাসিন্দা বিমল চন্দ্র দাস।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অ্যাডভোকেট রশিক শেখর ভৌমিক ও তার সহযোগী ভূমিদস্যুদের পারস্পরিক যোগাযোগীতে তার জেঠা ভারতের স্থায়ী নাগরিক ছায়া রঞ্জন দাসকে বাংলাদেশী নাগরিক সাজিয়ে জাল দলিল সৃজন করে তাদের বসতবাড়ি জবরদখল করেন। তার জেঠা ছায়া রঞ্জন দাস ভারতের দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার স্থায়ী নাগরিক। অথচ ওই ব্যক্তির নাম ও পরিচয় ব্যবহার করে একটি চক্র বাংলাদেশি নাগরিক সাজিয়ে তার পরিবারের বিএস রেকর্ডভুক্ত ৬৬ শতক জমি জাল দলিলের মাধ্যমে আত্মসাৎ করে। এ ঘটনায় ২০০৫ সালে প্রথমে জাল দলিল সৃজন করে আবুল কাশেম দুলাল ও তার স্ত্রীকে দলিলগ্রহীতা দেখানো হয়। এরপর একইভাবে একাধিক ভূয়া দলিল তৈরি করে জমি দখলের চেষ্টা চলে।
অভিযোগকারী বিমল চন্দ্র দাস আরও জানান, ভূমিদস্যুরা তার কাকা সুবল চন্দ্র দাস ও ভ্রাতৃবধূ স্বরস্বতী রানী দাসকে ভয়ভীতি দেখিয়ে আদালতে ভূয়া সোলেনামা দাখিল করায় এবং তাদের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে আদালতে মামলা পরিচালনা করে। পরবর্তীতে এই ভূয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে তারা ২০০৬ সালে আদালতে মামলা দায়ের করলে আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন। তিনি অভিযোগ করেন, রশিক শেখর ভৌমিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করান এবং জরিপে তাদের নাম কেটে ভূয়া খতিয়ান সৃষ্টি করেন।
সংবাদ সম্মেলনে তিনি দাগনভূঞা থানা, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের নিকট ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দখলকৃত জমি উদ্ধারের দাবি জানান।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে এডভোকেট রশিক শেখর ভৌমিক জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এছাড়াও দাগনভূঞা কেন্দ্রীয় দূর্গা মন্দিরের কমিটি নিয়ে বিরোধের অংশ হিসেবে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে আসছে। উক্ত অভিযোগের বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









