স্টাফ রিপোর্টার :
কেন্দ্র থেকে ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ রোববার (০৭ মে) ফেনী জেলা বিএনপির কর্মিসভা আহ্বান করা হয়েছে। জেলা বিএনপির নতুন নেতৃত্বে কারা আসছে? এ নিয়ে মতামত গ্রহণ ও তৃণমূল নেতা-কর্মীদের আন্দোলনে উজ্জীবিত করতেই এই আয়োজন বলে বিএনপির নেতারা জানিয়েছেন। কর্মিসভায় ফেনী জেলা বিএনপির নতুন কমিটি গঠনের দাবি উঠতে পারে বলে দলীয় সূত্র জানায়।
কর্মিসভা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফেনী জেলা বিএনপি প্রস্তুতি সভা করে নানা কর্মসুচি গ্রহণ করেছে। রোববার বিকেলে ফেনী কমিউনিটি সেন্টারে এ কর্মিসভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র জানায়।
দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির এ কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহম্মদ মজুমদার, হারুনুর রশিদ ভিপি হারুনসহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পাওয়া ফেনীর নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার বলেন, কর্মিসভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের অবস্থান এবং নিজেদের দলীয় ঐক্য সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন নেতৃবৃন্দ। প্রধান অতিথি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে কর্মীদের জন্য বার্তা নিয়ে আসবেন।
দলীয় সূত্র জানায়, ফেনী জলা বিএনপি ২০০৯ সালে সম্মেলনের মাধ্যমে গঠিত হয় ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। ওই কমিটির সভাপতি মেজর অব. সাঈদ এস্কান্দার মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি পদে আসীন হন অ্যাডভোকে আবু তাহের। কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে কয়েকদফা জেলা কমিটি গঠনের লক্ষে সভা আহ্বান করা হলেও উপদলীয় কোন্দলের কারণে শেষ পর্যন্ত কোনো বৈঠক করতে পারেনি। বর্তমানে জেলা বিএনপি তিন ধারায় বিভক্ত রয়েছে। দলীয় বিশেষজ্ঞদের মতে, জেলা বিএনপির বর্তমান কমিটি গঠনকালে অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ও প্রয়াত মোশাররফ হোসেন সমর্থিত কোনঠাসা করা হয়। এরপর ওইপক্ষ জেলার বিএনপি কর্মসূচিতে সক্রিয় না থেকে বিভিন্ন দিবসে পৃথক পৃথক কর্মসূচি পালন করে আসছে। এছাড়া জেলা ছাত্রদলে রয়েছে দুইটি কমিটি। জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলেও রয়েছে অন্তকোন্দল। এভাবেই জর্জরিত অন্তকোন্দলে চলছে ফেনী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম।
ফেনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম বলেন, সংগঠনকে আরও শক্তিশালী এবং তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের ঐক্য আরও অটুট করতে কর্মিসভা ডাকা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান জুয়েল বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে দলের এই দুর্যোগ মুহুর্তে দ্বন্ধ নিরসন হোক। দ্বন্ধ না থাকলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনকে রাজনৈতিকভাবে মোকাবিলার শক্তি কারও নেই।
ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের বলেন, কেন্দ্রীয় নেতারা এলে কর্মীরা চাঙা হন। তাঁরা ভাববিনিময় করার সুযোগ পান। কর্মিসভায় তাঁদের সব অভিযোগ কেন্দ্রীয় নেতারা শুনুক। ভালো দিকও তুলে ধরুক। ভুল-ত্রুটি সংশোধন করে সবাই ঐক্যবদ্ধ হলে সরকারের পতন ঘটানো যাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









