সুরঞ্জিত নাগ :
ফেনীতে অবাধে বিক্রি হচ্ছে নামি-দামি ব্র্যান্ডের নকল টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য। এতে একদিকে যেমন প্রতারিত হচ্ছেন ক্রেতারা, অন্যদিকে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বৈধ ব্যবসায়ীরা। আর সরকার হারাচ্ছে বিপুল অংকের রাজস্ব। ফেনীর এসএসকে রোডসহ আশপাশের বিভিন্ন মার্কেটে নামি-দামি-ব্র্যান্ডের টিভি ও ইলেকট্রনিক্স পণ্য নকল করে বিক্রি করা হচ্ছে। চীন থেকে নিয়ে আসা নিম্নমানের এসব পণ্যে নামি-দামি ব্র্যান্ডের লোগো ও নাম ব্যবহার করে প্রতারিত করা হচ্ছে ক্রেতাদের। সবচেয়ে বেশি নকল হচ্ছে টেলিভিশন। ক্রেতাদের বিশ্বস্ততা অর্জনের জন্য বিশেষ কৌশলে টিভিতে সফটওয়ারের মাধ্যমে নির্দিষ্ট ব্র্যান্ডের নাম সংবলিত লেখা ইনস্টল করে দেয়া হচ্ছে। টিভি অন করার সঙ্গে সঙ্গে ওই ব্র্যান্ডের নাম টিভি স্ক্রিনে ভেসে ওঠে। ফলে সহজেই তা বিশ্বাস করে ফেলেন ক্রেতারা। তাদের এভাবে বোঝানো হয়, মনোগ্রাম নকল করা গেলেও টিভির ভেতরে তো লোগোসহ লেখা ঢুকিয়ে দেয়া যায় না। কাজেই এটা আসল ব্র্যান্ডের টিভি। ক্রেতাও সরল মনে তা বিশ্বাস করেন। আবার স্ক্রিন প্রিন্টের মাধ্যমে টিভির পেছনে নামি-দামি ব্র্যান্ডের লোগো প্রিন্ট করে প্রতারিত করা হচ্ছে ক্রেতাদের। ওয়ালটন, স্যামসাং, এলজির মোড়কে নকল মানহীন টেলিভিশনের রমরমা ব্যবসা ফেনীর ইলেকট্রনিক্স দোকানগুলোতে। জিজ্ঞেস করলে দোকানিরা অকপটে স্বীকার করছেন এগুলো কোম্পানির পণ্য নয়। অথচ ভেতরে দেওয়া হচ্ছে ওয়ারেন্টি। রোববার (০৭ মে) ফেনীর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার অভিযানে বেরিয়ে আসে এসব তথ্য।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফেনী শহরের এস এস কে রোডস্থ ভুয়া ও নকল ইলেক্ট্রনিক্স পণ্য বিক্রির দায়ে শফি ইলেকট্রনিক্সের ৩০ হাজার টাকা, ইউরো ইলেকট্রনিক্সের ১৫ হাজার টাকা, সানজিদা ইলেকট্রনিক্সের ২০ হাজার টাকা ও ক্যালিস্টো ইলেক্ট্রনিক্সের ৩০ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩০টি নকল স্ট্যাবিলিজার ও একটি টেলিভিশন জব্দ করা হয়। পরে জব্দকৃত যন্ত্রপাতি ধ্বংস করা হয়। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল করিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক টিভি বিক্রেতা জানান, এসব পণ্য চায়না টিভি বলেই বিক্রি করেন। সাধারণ ক্রেতাদের কাছে নকল টিভিটি নামি-দামী ব্রান্ডের টিভি বলে বেশি দামে বিক্রি করে মোটা অঙ্কের লভ্যাংশ পাচ্ছেন। এটা না করলে ওই ক্রেতা অন্য দোকানে চলে যাবেন। পাইকারি বিক্রেতারাই নামি-দামি ব্র্যান্ডের লোগো ও সফটওয়্যার চায়না টিভিতে লাগিয়ে দেন। তিনি পাইকারি টিভির দোকানেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ দিয়েছেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ৯৫ হাজার টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”