ছাগলনাইয়া প্রতিনিধি :
কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারত গিয়ে কারাভোগের পর শুন্য হাতে দেশে ফিরে এসেছে নারী শিশুসহ ১৪ বাংলাদেশী শ্রমিক। দীর্ঘ সাতমাস শনিবার (২০মে) ফেরত দিয়েছে (পুশব্যাক) ভারত। সাত মাসের মধ্যে ৪৫ দিন তারা সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারা ভোগ করতে হয়েছে। যাদের ফেরত পাঠানো হয়েছে তারা হলেন- ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল সাহাজাদ পুর গ্রামের অধিবাসী কালা মিয়া (৩৪), মো. মোস্তাকিম মিয়া (১৯), মো. মিলন মিয়া (৩৬), আক্তার মিয়া (৬০), মো. রউফ মিয়া (৩৫), আলাল মিয়া (২৩), সরওয়ার মিয়া (১৯), কামরুল মিয়া (৩০). হাফেজ মিয়া (৩২), মোছা. হাসনা বেগম (২৮), সুবেল মিয়া (৩), শাহিনা আক্তার (৫) নজরুল ইসলাম (২০) এবং বরগুনা জেলার বেতাগী উপজেলার আবু বক্কর ছিদ্দিক (২৩)।
ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল সাহাজাদা পুর গ্রামের অধিবাসী কালা মিয়া (৩৪) জানায়, তারা গত ২২ অক্টোবর ভারতের একটি ইটভাটায় কাজের উদ্দেশ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত হয়ে নারী শিশুসহ ১৫ জন অবৈধ পথে ভারতে প্রবেশ করে। প্রায় সাড়ে চার মাস কাজ করার পর পর দেশে ফিরে আসার সময় উত্তর ভারতের কালান দাবা নাম স্থানে এক সড়ক দূর্ঘটনায় পতিত হয়। সবাই আহত হয়। এ সময় তারা (কালা মিয়া) ১৩ বছরের ছেলেটি সেখানে মারা যায়। বাকী ১৪জনকে একটি হাসপাতালে ভর্তি করার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে। ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে ৪৫ দিন কারা ভোগ করার পর শনিবার সন্ধ্যায় পরশুরামের বিলোনীয়া ইমেগ্রেশান চেক পোষ্ট দিয়ে ভারতীয় পুলিশ তাদেরকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী ১৪ জনকে ফেরত পাঠানোর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান-হস্তাস্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির মজুমদার হাট সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার আসাদুজামান, বিলোনিয়া ইমিগ্রেশান চেক পোষ্টের এস আই মো. সোহেল মিয়া, পরশুরাম মডেল থানার এস আই আবু ইউসুফ এবং ভারতের পক্ষে ছিলেন ভারতীয় এম টি এফ পুলিশ ফাঁড়ির স্বদেশ মজুমদার ও বিএসএফ সদস্যরা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









